Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সব জল্পনা কাটিয়ে ভোটের মাঠে নামছেন প্রাক্তন নেতা মদন মিত্র

১১ এ ডিসেম্বর, শুক্রবার থেকে ভোটের জন্য সম্পূর্ণ দমের সাথে কাজ করতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের নেতা মদন মিত্র। নিজের জায়গা কামারহাটি, সেখানেই প্রথম ভোট প্রচার করবেন প্রাক্তন…

১১ এ ডিসেম্বর, শুক্রবার থেকে ভোটের জন্য সম্পূর্ণ দমের সাথে কাজ করতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের নেতা মদন মিত্র। নিজের জায়গা কামারহাটি, সেখানেই প্রথম ভোট প্রচার করবেন প্রাক্তন মন্ত্রী। মঙ্গলবার এই কথা জানিয়ে দিয়েছেন মদন মিত্র।

কিছু দিন আগে তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জল্পনা। দলের প্রতি তিনিও কি বিরক্ত? সেই প্রশ্নই ঘুরছিল নেতাদের মনে। তবে এইবার সেই সব জল্পনাকে ফিকে প্রমাণ করে ভোটের সমুদ্রে ভাসতে চলেছেন প্রাক্তন মন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এইদিন ফেসবুক লাইভে এসে কর্মসূচির বিষয়ে জানিয়েছেন মদন। কামারহাটি তৃণমূল ভবন থেকে তিনি শুরু করবেন তার মিছিল। মিছিল চলবে রথতাল পর্যন্ত। এদিন মদন বলেন,”১১ তারিখ কামারহাটি থেকে রথতলা পর্যন্ত শোনা যাবে বঙ্গধ্বনি। চলবে বঙ্গধ্বনি যাত্রা। সেখানে থাকবেন ১০ হাজার যুবক। থাকবেন কামারহাটি পুরসভার প্রশাসনিক প্রধান গোপাল সাহা সহ বহু নেতা।”

এইদিন মদন মিত্র আরও বলেন,”এইবারের স্লোগানটা হল বদলও না, বদলাও না। বাংলা ডার্বিতে মমতা হ্যাট্রিক, মানুষের হ্যাট্রিক হতে চলেছে। ময়দান ছারে চলে যাবনা আমরা। ময়দানে থাকুন। ছিপ ফেলে রাখুন। আজ নয় কাল। মাছ তো উঠবেই। যদি ছিপ ছেড়ে যান, তবে মাছ আর আপনি পাবেন না। পুকুরের মধ্যে যেমন মাছ মিশে থাকে, তেমন জনগণের মাঝে মিসে থাকি আমরা।”

কিছু দিন আগে নেতা মদন মিত্র ফেসবুকে লিখেছিলেন,” টাইম ফর প্যাক আপ।” তার এই কথার সাথেই শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে জল্পনা। সমালোচনা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। সকলের মাথায় ছিল একটাই প্রশ্ন। তবেকি দল ছেড়ে দিতে চলেছেন মদন? তবে সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে এইবার বিজেপিকে আটকাতে মাঠে নামছেন সকলের পরিচিত মুখ মদন মিত্র। আটকে দিতে হবে গেরুয়া শিবিরকে। তাই প্যাক আপ। এমনটাই এইদিন জানিয়েছেন নেতা।

About Author