রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র গুরুত্ব আরো একবার নতুন করে বাড়তে শুরু করেছে তৃণমূলে। রাজ্যের বর্তমান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বেফাঁস মন্তব্যের পর এই ধীরে ধীরে দলে তার গুরুত্ব বাড়তে শুরু করেছিল। কিছুদিন আগে তিনি পরিবহন দপ্তরের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হয়েছিলেন। তারপর তৃণমূলের হয়ে জোরদার প্রচারে নেমে বিপক্ষের বিরুদ্ধে একেরপর এক তোপ দাগটে শুরু করেছিলেন তিনি। এবারে পানিহাটিতে তৃণমূলের মঞ্চে আরো একবার তাকে পুরনো ছন্দে দেখা গেল। শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে তিনি পলাশীর বিশ্বাসঘাতক জগৎশেঠ এবং উমিচাঁদ এর সঙ্গে তুলনা করলেন। পাশাপাশি প্রচার মঞ্চে তাকে দেখা গেল মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমার ডায়লগ দিতে। তিনি বললেন, ” মারবো এখানে লাশ পড়বে…..।”
এদিন মদন মিত্র শুভেন্দু অধিকারী কে রীতিমত তুলোধোনা করে মন্তব্য করলেন,”শুভেন্দু কোন বাঘ নয়। ওগুলো সব কাগুজে বাঘ।” শুভেন্দু সম্পর্কে মদন বলছেন, হেলিকপ্টার নিয়ে তিনি মুর্শিদাবাদ এবং মালদহে গিয়েছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, পাল্টা দলকে তিনি কিছুই দেননি। মদনের হুংকার, বুথে বুথে শুভেন্দু অধিকারী তৈরি করব, না হলে চিরদিনের জন্য পার্টি ছেড়ে চলে যাব।
এবারে মদন তুলে নিয়ে এলেন নন্দীগ্রাম প্রসঙ্গ। নন্দীগ্রামের কথায় তিনি চ্যালেঞ্জ দিয়ে বললেন,” যদি শুভেন্দু অধিকারীর হিম্মত থাকে নন্দীগ্রামে দাঁড়ান, তাহলে আমি পার্টি নেতৃত্বকে বলবো আমি নন্দীগ্রামে দাঁড়াতে চাই।”
শুভেন্দু অধিকারী বেশ কয়েকদিন ধরেই বলে চলেছেন, তিনি বিজেপিতে সামান্য কর্মীর মর্যাদাটুকু ছাড়া আর কিছু চাননা। প্রয়োজন পড়লে তিনি বিজেপির জন্য পতাকা লাগাতেও রাজি। মদন মনে করছেন, শুভেন্দু এরকমটা বলছেন কারণ তিনি বুঝে গিয়েছেন বিজেপি তাকে কিছু দেবেনা। মদন এর ভাষায়, “বিজেপি শুভেন্দুকে ছিবরে করে ফেলে দেবে।”