তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী (Dinesh Tribedi) ইস্তফা দেওয়ার পরে গোটা রাজ্যে শুরু হয়ে গিয়েছে জল্পনা। ইতিমধ্যেই বিজেপি আহ্বান জানিয়েছে তাকে। তারপরে দীনেশ ত্রিবেদী যে বক্তব্য পেশ করেছেন তাতে ইঙ্গিত মিলেছে যে তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন আর কিছুদিনের মধ্যেই। আর এই মুহূর্তে তাকে নিয়ে সমালোচনা শুরু করলেন তৃণমূল নেতারা। কটাক্ষ করলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র (Madan Mitra)।
দীনেশ ত্রিবেদী কে উদ্দেশ্য করে তাকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে মদন তোপ দাগলেন, “দীনেশ ত্রিবেদী কে শুধুমাত্র নবেল প্রাইজ টুকু দেওয়া বাকি রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা নির্বাচনে দীনেশ হেরে গিয়েছিলেন। তবুও তাকে দলের সাংসদ করে রাজ্যসভায় পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।” অন্যদিকে কয়েকজন নেতা যদি দল থেকে বেরিয়ে যান তাহলে দলের কোনো সমস্যা হবে না বলে উল্লেখ করলে মদন মিত্র।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনাটকীয় ভঙ্গিতে দল ছাড়ার পর দীনেশ ত্রিবেদী তৃণমূলের বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করলেন। দীনেশ ত্রিবেদী বললেন, “আমার রাজ্যের সর্বত্র হিংসাত্মক ঘটনা করছে এবং আমি কিছু বলতে পারছিনা। আমি রবীন্দ্রনাথ এবং নেতাজির ভূমি থেকে আসা মানুষ। আমি একটি দলে আছি তাই দলের শৃঙ্খলা মেনে থাকতে হচ্ছে আমাকে। আমার দম বন্ধ হয়ে আসছে। এর থেকে আমি ইস্তফা দিয়ে বাংলায় গিয়ে কাজ করব। আমি আমার অন্তরের ডাক শুনেছি। সকলকে কখনো না কখনো নিজের অন্তরাত্মার ডাক শুনতে হয়।”