বর্তমানে মহাগুরু মিঠুন চক্রবর্তীর পাশাপাশি তার পুত্রবধু মাদালসা শর্মা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়াতে। মাঝেমধ্যেই তিনি তার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে নেটিজেনদের মধ্যে জনপ্রিয় হয়ে যান। এর আগে তিনি জনপ্রিয় ধারাবাহিক অনুপমা তে কাব্য গান্ধীর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছেন। আর এবারে তিনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেন জনপ্রিয় গায়ক জাস্টিন টিম্বারলেকের সেক্সিব্যাক গানের সঙ্গে একটি নাচের ভিডিও।
মিঠুনের বৌমার এই নাচ দেখার জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সকলেই উদগ্রীব আছেন। তার অন্যান্য নাচের ভিডিওর মতো এটিও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে। মাদলসা শর্মা এই গানে একটি ইনস্টাগ্রাম রিল ভিডিও তৈরি করেছেন। এই ভিডিওতে আমরা অভিনেত্রীর সঙ্গে তার মা শীলা শর্মা কে দেখতে পাচ্ছি।
এই ভিডিওতে তিনি বলছেন, ‘ইয়ে ম্যায় হূ ঔর ইয়ে হামারি মাম্মা হ্যায়। ঔর ইয়ে হামারি ডান্স পাওড়ি হো রহি হ্যায়।’ বর্তমানে এই পাওরি ফিভারে মজে রয়েছেন সাধারণ মানুষ থেকে তারকা সকলেই। অন্যান্য ভিডিওর মতো এটিও সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল।