কয়েকদিন আগেই নামাসির আসন্ন ছবি ‘ব্যাড বয়’এর প্রি-রিলিজের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল বড় ভাবে। আর সেই অনুষ্ঠানেই নামাসির বৌদি মাদলসার পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রীর মা। উপস্থিত ছিলেন দাদা মহাক্ষয় চক্রবর্তী ও বাবা মিঠুন চক্রবর্তীও। অবশ্য তার ঝলক মিলবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই। এদিনকার একাধিক ঝলক হিন্দি ধারাবাহিক জগৎ-এর অন্যতম পরিচিত অভিনেত্রী মাদালসা শর্মা শেয়ার করে নিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। পাশাপাশি আসন্ন ছবির জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন নিজের প্রিয় দেওর নামা ও তার সহ অভিনেত্রীকে। উল্লেখ্য, আগামী ২৮’শে এপ্রিল মুক্তি পেতে চলেছে মিঠুন পুত্রের ‘ব্যাড বয়’। এখন এটাই দেখার তার অভিনয় ঠিক কতটা প্রভাব ফেলে দর্শকদের উপর।
Madalsa Sharma Photo: দেওরের ছবির প্রি-রিলিজে মাদালসা, হাজির ছিলেন মহাক্ষয় ও মিঠুনও
বলিউডের পাশাপাশি টলিউডের অন্যতম সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক পরিশ্রম করেছেন তিনি। অবশ্য সেকথা অজানা নয় কারোরই। মিডিয়ার পাতায় কারণে-অকারণে চর্চায় থাকেন অভিনেতা। তবে এবার…

আরও পড়ুন