Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিকিৎসক রূপে মা দুর্গা, অসুর রূপে করোনা ভাইরাস, অভিনব থিম শিলিগুড়িতে

শিলিগুড়ি: করোনা পরিস্থিতির মধ্যেই এবার মা আসছেন সেই অর্থে রাজ্য জুড়ে থিমের চাকচিক্য এবারে তেমনভাবে লক্ষ্য করা হয়তো যাবে না, আবার কিছু কিছু জায়গায় একইরকম জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়েছে।…

Avatar

শিলিগুড়ি: করোনা পরিস্থিতির মধ্যেই এবার মা আসছেন সেই অর্থে রাজ্য জুড়ে থিমের চাকচিক্য এবারে তেমনভাবে লক্ষ্য করা হয়তো যাবে না, আবার কিছু কিছু জায়গায় একইরকম জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়েছে। তবুও লাভটা কী? দর্শকশূন্য মণ্ডপ থাকবে। অন্তত এখনও পর্যন্ত হাইকোর্টের রায় তেমনটাই জানান দিচ্ছে। যদিও আজ, বুধবার ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে দেওয়া রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে পুনরায় রায় পুনর্বিবেচনা করা হবে হাইকোর্টে। যদিও এখনও পর্যন্ত পুনর্বিবেচনা করে কী রায় দেওয়া হবে, তা নিয়ে কিছু জানা যায়নি। তবে আগের রায় অনুযায়ী যারা জাঁকজমক ইতিমধ্যে করে ফেলেছে, তাদের অনেকেরই আর্থিক ক্ষতি হল, এমনটা বলা যায়। তবে থিমের চাকচিক্য না থাকলেও স্বল্প পরিসরের মধ্যেও রয়েছে অনেক পুজোতেই থিমের ছোঁয়া। এমনই এক অভিনব ভাবনা ভেবেছে শিলিগুড়ির একটি বিখ্যাত পুজো।

শিলিগুড়ির একটি পুজো কমিটি তাদের থিম হিসেবে ব্যবহার করেছে করোনা ভাইরাসকে। যেখানে চিকিৎসক রূপে দেখা দিয়েছে মা দুর্গাকে আর অসুর রূপে দেখা গিয়েছে করোনা ভাইরাসকে। শিলিগুড়ির এই থিম বা বলা ভাল চিকিৎসক রূপে মা দুর্গার এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এমনকি সোশ্যাল মিডিয়ায় এই ছবি এতটাই ভাইরাল হয়েছে যে, রাজ্য ছেড়ে দেশেও ছবি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই এই ভাবনার প্রশংসা করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও৷ ট্যুইটারে তিনি লিখেছেন, ‘কোভিড ১৯-কে ভাবনা করে যথার্থ সৃষ্টিশীলতার পরিচয় দেওয়া হয়েছে৷ দেবী এখানে ভাইরাসকে দমন করেছেন৷ অজ্ঞাত শিল্পী এবং ভাস্করকে অভিনন্দন জানাই৷’

তবে এই ভাবনা নিয়ে স্পষ্টতই দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। অনেকেই এই ভাবনাকে স্বাগত জানালেও মা দুর্গা এবং তাঁর সন্তানদের এই রূপ বদল নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই৷

About Author