বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করে পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম।
উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেজায় পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন প্রতিটি দৃশ্য। ‘উল্লু’ তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড ওয়েব সিরিজ, যা একা দেখলেও লাজ্জা লেগে যায় নিজেরই। সম্প্রতি উল্লুর তেমনই আরো একটি বোল্ড সিরিজের কথা উঠে এসেছে তার একাধিক বোল্ড ঝলকের সূত্র ধরেই। এই মুহূর্তে সেই সিরিজের অফিসিয়াল ট্রেলার পুনরায় ভাইরাল হতেই মিডিয়ার পাতায় চর্চিত সিরিজটি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় উল্লুর ‘মা দেবরানি বেটি জেঠরানি’র অফিসিয়াল ট্রেলার আবারো নজর কেড়েছে নেটজনতার একাংশের। গতবছর মার্চে মুক্তি পেয়েছিল উল্লুর এই সিরিজটি। এই সিরিজের গল্প মিষ্টি ও তার মাকে কেন্দ্র করেই এগিয়েছে। গল্প অনুযায়ী, ধুমধাম করেই মেয়ের বিয়ে দিয়েছিলেন তার মা। পরে নিজের মেয়ের দেওরের সাথেই সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। পর্দার সামনেই চূড়ান্ত ঘনিষ্ঠও হন তার সাথেই। অবশ্য তার একাধিক ঝলক গোটা সিরিজটি দেখলেই মিলবে। খুব স্বাভাবিকভাবেই নিজের মায়ের এমন কান্ড কিছুতেই মেনে নিতে পারেননি মিষ্টি। তবে শেষপর্যন্ত মা-মেয়ের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে! সেকথা জানতে নজর রাখতে হবে উল্লুর পর্দায়।