Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আবেগের বশে জামাইয়ের সাথে শাশুড়ি, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই অয়েব সিরিজ

উল্লু হল একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। এই বিশেষ প্ল্যাটফর্মটিতে বেশ যৌন সুরসুরি দেওয়া ওয়েব সিরিজ লঞ্চ করা হয়। অভিনয় করেছেন Priya Gamre, Mishti Basu, Prithvi Zutshi। আলোচ্য ওয়েব সিরিজটি ডিরেক্ট…

Avatar

উল্লু হল একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। এই বিশেষ প্ল্যাটফর্মটিতে বেশ যৌন সুরসুরি দেওয়া ওয়েব সিরিজ লঞ্চ করা হয়। অভিনয় করেছেন Priya Gamre, Mishti Basu, Prithvi Zutshi। আলোচ্য ওয়েব সিরিজটি ডিরেক্ট করেছেন Manmeet Singh Sodhi।

এই নতুন ওয়েব সিরিজটিতে বেশ কিছু খোলামেলা দৃশ্য দেখানো হয়েছে যা দেখলে আপনারও ঘাম ছুটে যেতে পারে। এখন অনেকেই আছেন যারা টিভি ছেড়ে ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করছেন। কোনরকম রাখ ঢাক না রেখে OTT প্ল্যাটফর্মগুলিতে একদম ‘র’ জিনিসপত্রই দেখানো হয়। এদিকে ওয়েব সিরিজগুলোতে এই ‘র’ জিনিসপত্র দেখতে বেশ পছন্দও করছেন কিছু সংখ্যক দর্শক। এদিকে দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে একের পর এক ওটিটি প্ল্যাটফর্মগুলি নতুন নতুন সিরিজ এনে সকলকে চমকে দিচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন উল্লু প্ল্যাটফর্মের বোল্ড দৃশ্যের নতুন ওয়েব সিরিজটির নাম কী? তাহলে জানিয়ে রাখি, উল্লুর এই নতুন ওয়েব সিরিজটির নাম হল লাল Maa Devrani Beti Jethani Cast। এই সিরিজটির ডিরেক্টর হলেন বিখ্যাত মনমীত সিং সোধি। আপনাদের কাছে একটাই পরামর্শ এই ওয়েব সিরিজটি ভুল করেও আপনার বয়স্ক বাবা-মা অথবা আপনার ছোট্ট সন্তানের সামনে ভুলেও কিন্তু খুলতে যাবেন না।

জটিল সম্পর্ক, প্রেম অপ্রেম, পারদ বাড়ানো দৃশ্য ইত্যাদি ক্ষেত্রে উল্লু কখনই তার দর্শকদের হতাশ করে না। আবির্ভাবের পর থেকেই সাধারণের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল এই ওটিটি প্ল্যাটফর্ম। রোমান্স থেকে শুরু করে রোমাঞ্চ পর্যন্ত, উল্লুর প্রতিটি ঘরানার একটি বিশেষত্ব রয়েছে। এখনও নিজেদের এই ধারা বজায় রেখেছে এই ওয়েব সিরিজ প্রণেতারা। সম্প্রতি উল্লুর একটি ওয়েব সিরিজ সামাজিক মাধ্যমে বেশ ঝড় তুলেছে।

About Author