Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা মহামারী কাটিয়ে ফিরছে ভারতের সবথেকে বিলাসবহুল ট্রেন, ভাড়া শুনলে চমকে যাবেন

পুনরায় চালু হতে চলেছে ভারতের অন্যতম বিলাসবহুল পর্যটন ট্রেন ডেকান ওডিসি। দীর্ঘ সাড়ে তিন বছর পর করোনাভাইরাস বিপর্যয় কাটিয়ে নতুন রূপে ফিরতে চলেছে এই ট্রেন। ২০০৪ সালে চালু করা হয়েছিল…

Avatar

পুনরায় চালু হতে চলেছে ভারতের অন্যতম বিলাসবহুল পর্যটন ট্রেন ডেকান ওডিসি। দীর্ঘ সাড়ে তিন বছর পর করোনাভাইরাস বিপর্যয় কাটিয়ে নতুন রূপে ফিরতে চলেছে এই ট্রেন। ২০০৪ সালে চালু করা হয়েছিল এই ট্রেনটি। কিন্তু কোভিড অতিমারির জন্য প্রায় সাড়ে তিন বছর ধরে বন্ধ ছিল এই ট্রেন। ফলে এক ধাক্কায় অনেকটা বদলে গেছিল ট্রেনের রূপ এবং কারুকার্য সবকিছুই। এই ট্রেনটিতে মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন কর্পোরেশন এবং ভারতীয় রেলওয়ে একসাথে কাজ করেছে। এই মুহূর্তে মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন কর্পোরেশনের সঙ্গে একটি বেসরকারি অপারেটর ইবিক্স একটি চুক্তি করেছে। এই চুক্তির ফলে এবার আগামী পাঁচ বছর পর্যন্ত ট্রেনটি পরিচালনার দায়িত্বে থাকবে ইবিক্স। চুক্তি অনুযায়ী, মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন কর্পোরেশনকে ২.৫ শতাংশ রাজস্ব ভাগ দেবে এই সংস্থাটি। সব মিলিয়ে বলতে গেলে প্রথম বছরে ১.৬৪ কোটি টাকা দেওয়া হবে।

এই ট্রেনকে আগের থেকে আরো বেশি সুন্দর এবং বিলাসবহুল করা হয়েছে। নতুন রূপ দেওয়া হয়েছে এই ট্রেনে। পাশাপাশি পুরনো সমস্যাগুলির সমাধান করা হয়েছে। এই বিশেষ ট্রেনে আগে ভিনাইলের মেঝে ব্যবহার করা হয়েছিল, যার ফলে আদ্রতা এবং গন্ধ থাকতো কিন্তু বর্তমানে তার বদলে কাঠের মেঝে এবং পলিপ্রপিলিন কার্পেট ব্যবহার করা হচ্ছে। এছাড়াও সমস্ত প্লাস্টিকের বোতল সরিয়ে দেওয়া হয়েছে এবং রাখা হয়েছে কাচের বোতল। রান্নাঘরের এলপিজি সিলিন্ডার গুলিকে প্রতিস্থাপিত করা হয়েছে ইন্ডাকশন সিলিন্ডারের মাধ্যমে। এছাড়াও বিশ্ব বিখ্যাত তাজ গ্রুপ ও হোটেল এখন ডেকান ওডিসির সাথে হাত মিলিয়ে অতিথিদের একটি পাঁচ তারা হোটেলের সুবিধা দিচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ট্রেনে প্রতিটি বগি মহারাষ্ট্রের এক একটি ভিন্ন রাজকীয় যুগের দ্বারা অনুপ্রাণিত। একসময় এই অঞ্চলে যারা যারা শাসন করেছিলেন সেই সমস্ত রাজবংশের প্রতিফলন ঘটবে প্রত্যেকটি বগিতে। এই কোচ যেন একেবারে স্বর্গীয় ভাবে সজ্জিত এবং বিগত যুগের মহারাজাদের রাজসিক ভ্রমণশৈলীর একটি প্রতিরূপ। এখানে যে ব্যক্তি ভ্রমণ করবেন তিনি একেবারে রাজকীয় যাত্রা করবেন বলা যেতে পারে। আগে এই ট্রেন পাঁচটি রুটে চলত কিন্তু এখন বেনারস এবং দিল্লির মতো জায়গা যুক্ত করা হয়েছে। এই ট্রেনের প্রথম বাণিজ্যিক ট্রিপ হবে ৭ রাত এবং ৮ দিনের। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে যাত্রা শুরু করে এই বিলাসবহুল ট্রেন ভাদদরা, জয়পুর, যোধপুর, উদয়পুর, আগ্রা প্রভৃতি স্থানের উপর দিয়ে যাবে এবং চূড়ান্ত গন্তব্য হবে দিল্লি।

About Author