Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Lust Stories 2 Trailer: শরীরের জ্বালা মেটানোর টিপস্ দিলেন নীনা গুপ্তা, দেখুন লাস্ট স্টোরিজ ২ এর ট্রেলার

আবারও 'লাস্ট স্টোরিজ ২' (Lust Stories 2) এর ট্রেলারে সংলাপের ঝড় তুললেন নীনা গুপ্তা (Neena Gupta)। প্রথমবার ট্রেলার মুক্তির পরেও নীনা গুপ্তার সংলাপ চর্চায় আসে, এবারে আবারও তিনি চর্চায়। বিয়ে,…

Avatar

আবারও ‘লাস্ট স্টোরিজ ২’ (Lust Stories 2) এর ট্রেলারে সংলাপের ঝড় তুললেন নীনা গুপ্তা (Neena Gupta)। প্রথমবার ট্রেলার মুক্তির পরেও নীনা গুপ্তার সংলাপ চর্চায় আসে, এবারে আবারও তিনি চর্চায়।

বিয়ে, প্রেম, যৌনতা, রসায়ন সমস্ত কিছু নিয়েই লাস্ট স্টোরিজ ২ এর গল্প। লাস্ট স্টোরিজ ২ এর চারটি ছবি দেখা যাবে, যেগুলি পরিচালনা করেছেন অমিত রবিন্দরনাথ শর্মা,আর বালকি,কঙ্কনা সেন শর্মা এবং সুজয় ঘোষ। অভিনয়ে রয়েছেন নীনা গুপ্তা, কাজল, মৃণাল ঠাকুর,তামান্না ভাটিয়া,তিলোত্তমা সোম,বিজয় ভার্মা,অঙ্গদ বেদি,কুমুদ মিশ্রা এবং অন্যান্যরা। বিশেষ ব্যাপার এই যে, লাস্ট স্টোরিজ ২ এর দৌলতে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা যাবে তামান্না ও বিজয়কে, যারা দুজনেই স্বীকার করেছেন নিজেদের সম্পর্ক নিয়ে। তাই দর্শকদের মনে লাস্ট স্টোরিজ ২ নিয়ে উত্তেজনা দ্বিগুণ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফিরি নীনা গুপ্তার সংলাপে। প্রথম ট্রেলারে নীনা গুপ্তাকে সংলাপ বলতে দেখা গিয়েছে যে ‘একটা ছোট্ট গাড়ি কিনতে হলেও হাজারবার টেস্ট ড্রাইভ করে নাও ৷ আর বিয়ের বেলায় কোনও টেস্ট ড্রাইভ নেই এ কেমন কথা?’ প্রথম সংলাপে বাজিমাৎ করলেও দ্বিতীয় সংলাপ আরো হিট। সদ্য প্রকাশিত ট্রেলারে নীনা গুপ্তাকে বলতে শোনা যাচ্ছে, ‘ইয়ে বডি ভি না মাউন্ট ফুজি কি জ্বালামুখী হ্যায়-যা ফুটে উঠলেই তৃপ্তি পায়।’

যৌনতার পারদ কতটা চড়তে পারে সেটা দেখার অপেক্ষায় দর্শকরা। আগামী ২৯জুন থেকে শুরু হবে লাস্ট স্টোরিজ ২-র স্ট্রিমিং, শুধুমাত্র নেটফ্লিক্সে। তাই দর্শকদের অপেক্ষা করতেই হবে নীনা গুপ্তা আর কি কি টিপস্ দেন।

About Author