বিদ্যুতের লোডশেডিং হঠাৎ হলে অনেক পরিবার এখনও পুরনো ইনভার্টার ও ব্যাটারির উপর নির্ভরশীল। কিন্তু সেই যন্ত্রপাতি কয়েক মিনিটের বেশি টিকতে না পেরে নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে নতুন ইনভার্টার খোঁজার পরিকল্পনা অনেকেই করছেন। আর ঠিক এই সময়েই বাজারে এসেছে Luminous Inverter & Battery Combo, যেখানে ১০ হাজার টাকারও কম মূল্যে গ্রাহকদের জন্য থাকছে শক্তিশালী ইনভার্টার ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা।
ইনভার্টারের ফিচার
লুমিনাসের এই ইনভার্টারে রয়েছে 1500VA ক্ষমতা, যা একসঙ্গে প্রায় 1300 ওয়াট পর্যন্ত লোড সামলাতে পারে। ঘরে ফ্যান, লাইট, টিভি বা ছোট ফ্রিজ—সবকিছুই সহজেই চালানো যাবে। বিশেষ ফিচারের মধ্যে রয়েছে চার্জিং টাইম ইন্ডিকেটর, লোড স্টেটাস, ব্যাটারি লেভেল, ফল্ট অ্যালার্ট, ডিপ ডিসচার্জ প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন এবং ওভারলোড প্রোটেকশন। কোম্পানি এই ইনভার্টারের উপর ২৪ মাসের ওয়ারেন্টি দিচ্ছে।
ব্যাটারির স্পেসিফিকেশন
ইনভার্টারের সঙ্গে থাকছে 150AH টেবুলার লিড-অ্যাসিড ব্যাটারি। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ব্যাটারির স্থায়িত্ব দীর্ঘদিন ধরে বজায় থাকবে বলে দাবি করা হচ্ছে। ব্যাটারির উপর থাকছে ৩৬ মাসের ওয়ারেন্টি। ফলে একবার ইনস্টল করলে কয়েক বছর নির্ভার থাকা সম্ভব।
দাম ও অফার
গ্রাহকদের জন্য এখানে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে দাম। বর্তমানে এই কম্বো অফারে ৬০% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে মাত্র 10,000 টাকার কমে ইনভার্টার ও ব্যাটারি একসঙ্গে পাওয়া যাবে। সাধারণত এত কম দামে এত ফিচার-সমৃদ্ধ সেট বাজারে পাওয়া দুষ্কর।
কেন জনপ্রিয় হচ্ছে এই অফার
ভারতের প্রায় ৯০% মানুষ এখনও বহু বছর পুরনো ইনভার্টার ও ব্যাটারি ব্যবহার করছেন। বিদ্যুৎ চলে গেলে কিছুক্ষণের মধ্যেই সেই ব্যাটারি শক্তি হারায়। নতুন লুমিনাস কম্বো এই সমস্যার সমাধান এনে দিয়েছে। কম দামে আধুনিক ফিচার এবং দীর্ঘস্থায়ী ওয়ারেন্টি—এই দুটি কারণেই অফারটি ইতিমধ্যেই আলোচনায়।