Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার থেকে প্রতি সপ্তাহে পাল্টাবে রান্নার গ্যাসের দাম, জানুন নতুন সিদ্ধান্তের ব্যাপারে

বছর শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। আর কিছুদিনের মধ্যেই আরম্ভ হতে চলেছে নতুন বছর ২০২১। আর এই বছরে, জনসাধারণের জীবনে একাধিক বদর আসতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ…

Avatar

বছর শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। আর কিছুদিনের মধ্যেই আরম্ভ হতে চলেছে নতুন বছর ২০২১। আর এই বছরে, জনসাধারণের জীবনে একাধিক বদর আসতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রত্যেক দিনের জীবন যাপনে বেশকিছু বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে আগামী বছর থেকে। জানা যাচ্ছে, আগামী বছরে রান্নার গ্যাসের দাম নিয়ে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। সূত্রের খবর, আগামী বছর থেকে প্রত্যেক সপ্তাহে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হওয়া শুরু করবে। এই ডিসেম্বর মাসে এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১০০ টাকা বেড়ে গিয়েছে।

গত ডিসেম্বর মাসে এলপিজি গ্যাসের দাম একসাথে দুই বার পরিবর্তন করা হয়েছিল। প্রথমেই দাম পরিবর্তন করা হয়েছিল ১ ডিসেম্বর এবং দ্বিতীয় বার ১৫ ডিসেম্বর তারিখে এলপিজি গ্যাসের দাম ৫০ টাকা করে পরিবর্তন করা হয়। ইন্টারন্যাশনাল মার্কেট তেলের দাম এবং বিদেশি এক্সচেঞ্জের ভ্যালুর উপরে নির্ভর করে পরপর দুইবার এলপিজির দাম পরিবর্তন করা হয়েছিল। তবে এবারে জানা যাচ্ছে, এই পরিবর্তন হবে প্রত্যেক সপ্তাহে। প্রত্যেক সপ্তাহে রিভাইস করা হলে, একসাথে এক ধাক্কায় অনেকটা দাম বাড়বে না। এর ফলে সাধারণ মানুষের সমস্যা কিছুটা হলেও কম হবে। অন্যদিকে, দাম কমার সম্ভাবনা কিছুটা থেকে যাচ্ছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত অফিশিয়াল কোনো ঘোষণা করা হয়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬ টা নাগাদ পরিবর্তিত হয়, ঠিক একইভাবে এবারে রান্নার গ্যাসের দাম পরিবর্তিত হবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। বর্তমানে দিল্লি এবং মুম্বাইয়ে ভর্তুকিহীন ১৪.২ কিলোগ্রাম গ্যাসের দাম ৬৯৪ টাকা। কলকাতায় এই দাম ৭২০.৫০ টাকা। পাশাপাশি ৫ কিলোগ্রামের সিলিন্ডারের দাম বর্তমানে এই সমস্ত শহরে কিছুটা হলেও বাড়ানো হয়েছে ১৫ ডিসেম্বরের পরে। অন্যদিকে, ১৯ কিলোগ্রামের সিলিন্ডারের দাম ৩৬.৫০ টাকা প্রতি সিলিন্ডার পিছু বৃদ্ধি করা হয়েছে। প্রসঙ্গত, ভারত সরকার এক বছরে ১২টি করে সিলিন্ডার এর উপরে ভর্তুকি দিয়ে থাকে।

About Author