আপনি যদি একজন এলপিজি সিলিন্ডার গ্রাহক হন তবে আপনার জন্য রয়েছে একটা দুর্দান্ত খবর। আমরা আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে ভারতের গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কম হতে চলেছে এবং তার ফলে অনেকটাই স্বস্তি পেতে চলেছেন ভারতের গ্রাহকরা। ভারতের সবথেকে বড় পেট্রোলিয়াম সংস্থা ইন্ডিয়ান অয়েল দ্বারা সম্প্রতি এলপিজি সিলিন্ডারের নতুন রেট জারি করা হয়েছে। এই রেট অনুযায়ী দিল্লিতে ইন্ডেন সিলিন্ডারের দাম ৯১.৫০ টাকা, কলকাতায় ১০০ টাকা, মুম্বাইয়ে ৯২.৫০ টাকা ও চেন্নাইয়ে ৯৬ টাকা কম হবে। সেই নিরিখে সারাদেশে এই দাম প্রযোজ্য হবে।
আপনাদের জানিয়ে রাখি সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের এই দাম কমিয়েছে শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে। তবে গার্হস্থ এলপিজি সিলিন্ডার আপনি সেই একই দামে পেয়ে যাবেন। ৬ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ৬ জুলাই সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে রান্না করার গ্যাস সিলিন্ডারের দামে কোন পরিবর্তন করেনি সরকার। অর্থাৎ বলতে গেলে গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডার একই দামে আপনারা এখনো পাবেন। দিল্লিতে একটি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১০৫৩ টাকা, কলকাতায় ঘরোয়া গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে ১০৭৯ টাকায়, মুম্বাইতে দাম ১০৫২ টাকা ও চেন্নাইতে দাম ১০৬৮ টাকা।