Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গ্যাস সিলিন্ডার বুক করেছেন? পেয়ে যান ৭০০ টাকা ছাড়! জানুন কী কী করবেন

বর্তমানে দেশের প্রত্যেকটি বাড়িতে এলপিজি সিলিন্ডার রয়েছে। বর্তমানে এলপিজি সিলিন্ডারের দাম একেবারে আকাশ ছোঁয়া। এখন আপনি যদি সিলিন্ডার কিনতে চান তাহলে আপনার দাম পড়বে 769 টাকা। কদিন আগেই ভারত সরকার…

Avatar

বর্তমানে দেশের প্রত্যেকটি বাড়িতে এলপিজি সিলিন্ডার রয়েছে। বর্তমানে এলপিজি সিলিন্ডারের দাম একেবারে আকাশ ছোঁয়া। এখন আপনি যদি সিলিন্ডার কিনতে চান তাহলে আপনার দাম পড়বে 769 টাকা। কদিন আগেই ভারত সরকার সিলেন্ডার প্রতি 50 টাকা দাম বাড়িয়েছে। এর ফলে ভর্তুকি ছাড়া 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম দিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মাসে গ্যাসের দাম বাড়লো। কিন্তু এবার আপনি 769 টাকার গ্যাস সিলিন্ডার মাত্র 69 টাকায় কিনতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে পাবেন এই সুবিধা।

এর জন্য জানিয়ে রাখি আপনাকে নিজের গ্যাস বুকিং করতে হবে Paytm এর মাধ্যমে। এখানে গ্যাস বুকিং করলে আপনারা 700 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যেতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

1. প্রথমে আপনি আপনার স্মার্টফোনে Paytm অ্যাপ্লিকেশন ওপেন করুন।

2. তারপর নিজের ফোন থেকে পেটিএম অ্যাপ্লিকেশনে রিচার্জ এন্ড পে বিল অপশনে পৌঁছে যান।

3. এবারে বুক এ সিলিন্ডার অপশনে ক্লিক করুন।

4. তারপর নিজের গ্যাস কোম্পানি নির্বাচিত করুন।

5. গ্যাস কানেকশন এর সঙ্গে যে ফোন নম্বর দেওয়া আছে সেটা এন্টার করুন।

6. তারপর আপনাকে পেমেন্ট অপশন দেওয়া হবে।

7. সেখানে আপনাকে একটি প্রমো কোড লিখতে হবে। ওই প্রোমো কোড হল FIRSTLPG। এই কোড লিখলেই আপনি 700 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন।

About Author
news-solid আরও পড়ুন