Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

LPG Gas Cylinder: ব্যাপক সস্তা হল LPG গ্যাস সিলিন্ডার, জেনে নিন আপনার শহরের লেটেস্ট রেট

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে…

Avatar

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। বর্তমানে আপনি এই এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক কম দামে কিনতে পারবেন। সেটা উৎসবের জন্য হোক, কি নির্বাচনের নির্বাচনী ইশতেহার হোক, গ্রাহকরা কম দামে এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে ব্যাপক খুশি।

যাদের নাম পিএম উজ্জ্বলা যোজনাতে অন্তর্ভুক্ত রয়েছে তারা এবার অনেক কম দামে গ্যাস সিলিন্ডার কিনে নিতে পারবেন। সাধারণ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ছিল ৯০০ টাকা করে চলছে। তবে সরকার এই গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকিও দিচ্ছে। সরকার সম্প্রতি গ্যাস সিলিন্ডারের ওপর অতিরিক্ত ১০০ টাকা করে ভর্তুকি দিচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই আগস্ট মাস থেকে ২০০ টাকা করে গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকি দিত সরকার। কিছুক্ষেত্রে বর্তমানে গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাওয়া যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এলপিজি সিলিন্ডার পাচ্ছেন ৫০০ টাকা কম অর্থাৎ ৬০০ টাকায়। বাকি এলপিজি গ্রাহকদের তাদের এলপিজি সিলিন্ডার রিফিল করতে ৯০০ টাকা দিতে হচ্ছে। তবে সেইসাথে গ্যাস সিলিন্ডারের দামও কমেছে। তবে সেটি গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডার নয়। তেল বিপণন সংস্থা বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। এমন পরিস্থিতিতে আজ থেকে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৯ টাকা কমেছে। ফলে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৬৯ টাকা হয়েছে। আর কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হল ১৮৭০ টাকা হয়েছে।

About Author