Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহিলাদের জন্য বড় ঘোষণা, সিলিন্ডার পাওয়া যাবে ৪৫০ টাকায়

মধ্যপ্রদেশ সরকার যেরকম প্রতিশ্রুতি দিয়েছিল, এভাবেই এবারে মধ্যপ্রদেশ রাজ্যের অধীনে মহিলাদের জন্য এলপিজি সিলিন্ডার শুধুমাত্র ৪৫০ টাকায় উপলব্ধ করা হবে। মধ্যপ্রদেশ সরকার তার প্রতিশ্রুতি ইতিমধ্যেই পূরণ করেছে। মধ্যপ্রদেশ সরকার ভর্তুকি…

Avatar

মধ্যপ্রদেশ সরকার যেরকম প্রতিশ্রুতি দিয়েছিল, এভাবেই এবারে মধ্যপ্রদেশ রাজ্যের অধীনে মহিলাদের জন্য এলপিজি সিলিন্ডার শুধুমাত্র ৪৫০ টাকায় উপলব্ধ করা হবে। মধ্যপ্রদেশ সরকার তার প্রতিশ্রুতি ইতিমধ্যেই পূরণ করেছে। মধ্যপ্রদেশ সরকার ভর্তুকি টাকা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে মহিলাদের একাউন্টে। শ্রাবণ মাসে মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাত সিং চৌহান বলেছিলেন এলপিজি গ্যাস সিলিন্ডার ৪৫০ টাকায় পাওয়া যাবে। ৩৬ লাখ ৬২ হাজার মহিলা ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য আবেদন করেছিলেন এবং বর্তমানে তাদের একাউন্টে টাকা ট্রান্সফার হতে শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাত সিং চৌহান মহিলাদের একাউন্টে মোট ২১৯ কোটি টাকা পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যেই।

মধ্যপ্রদেশ রাজ্যের অন্তর্গত উজ্জ্বলা যোজনা এবং লাডলী বহনা যোজনা সুবিধা গ্রহণকারী সমস্ত মহিলাকে মাত্র ৪৫০ টাকা এলপিজি সিলিন্ডার দেওয়া হচ্ছে। ভোপালে আয়োজিত অনুষ্ঠান চলাকালীন মহিলাদের একাউন্টে ভর্তুকির টাকা জমা করা হয়েছে বলে জানানো হয়েছে। মধ্যপ্রদেশ রাজ্যের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির অধীনে প্রায় ১৫০০ মহিলা সরাসরি ওই অনুষ্ঠান থেকেই গ্যাস সিলিন্ডারের টাকা পেয়েছেন। বাকিদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ভোপালে আয়োজিত অনুষ্ঠানে মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাত্রি চৌহান মহিলাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যেসব মহিলা নিজেদের একাউন্টে ভর্তুকি পেয়েছেন তারা তাদের একাউন্টে মেসেজ এসেছে কিনা সেটা চেক করতে পারবেন। যদি আপনার কাছে টাকা দেওয়া হয় তাহলে আপনার কাছে মেসেজ চলে আসার কথা। যদি আপনি টাকার মেসেজ পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই আপনার ব্যাংক একাউন্টে আগামীকালের মধ্যে নতুন ব্যালেন্স দেখতে পেয়ে যাবেন। কিন্তু যাদের কাছে মেসেজ আসে না তারা ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করে এবং পাসবুক প্রিন্ট করে এ ব্যাপারে তথ্য পেয়ে যাবেন। তবে যেহেতু আগামীকাল রবিবার তাই আপনাকে এর জন্য সোমবার অব্দি অপেক্ষা করতে হবে। তবে যদি আপনার নাম এই তালিকায় থাকে, তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার।।

About Author