Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

LPG Gas Cylinder: একধাক্কায় ৪৪ টাকা কমল LPG সিলিন্ডারের দাম, জানুন নতুন দাম কত?

প্রতি মাসের প্রথম তারিখেই প্রকাশিত হয় নতুন গ্যাসের দাম। বিগত কয়েক মাস ধরে একটানা বাড়ছিল রান্নার গ্যাসের (LPG Cylinder) মূল্য, তাই অনেকেই আশা করেছিলেন যে এবার হয়তো কিছুটা স্বস্তি মিলবে।…

Avatar

প্রতি মাসের প্রথম তারিখেই প্রকাশিত হয় নতুন গ্যাসের দাম। বিগত কয়েক মাস ধরে একটানা বাড়ছিল রান্নার গ্যাসের (LPG Cylinder) মূল্য, তাই অনেকেই আশা করেছিলেন যে এবার হয়তো কিছুটা স্বস্তি মিলবে। অবশেষে ১লা এপ্রিল নতুন দাম প্রকাশিত হয়েছে। তাহলে, দাম বাড়ল নাকি কমল? চলুন দেখে নেওয়া যাক।

এপ্রিল মাসে গ্যাসের দামে পরিবর্তন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এপ্রিল মাসের LPG গ্যাসের মূল্য ঘোষণা করেছে। রিপোর্ট অনুযায়ী, এবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর। মার্চ মাসে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ছিল ১,৯১৩ টাকা, যা এবার কমে হয়েছে ১,৮৬৮.৫০ টাকা—অর্থাৎ ৪৪ টাকা কমেছে। তবে ঘরোয়া ব্যবহারের ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই এপ্রিল মাসেও এর দাম ৮২৯ টাকা থাকছে।

বাণিজ্যিক গ্যাসের মূল্য হ্রাস: স্বস্তি পেল ব্যবসায়ীরা

হোটেল, মিষ্টির দোকান এবং অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। গ্যাসের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে খাবারের মূল্যে। তবে এবারের মূল্যহ্রাসে হোটেল মালিক ও ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

আপনার শহরে LPG সিলিন্ডারের নতুন দাম

কলকাতা:

– বাণিজ্যিক (১৯ কেজি): ১,৮৬৮.৫০ টাকা
– ঘরোয়া (১৪.২ কেজি): ৮২৯ টাকা

– চেন্নাই:

– বাণিজ্যিক (১৯ কেজি): ১,৯২১.৫০ টাকা
– ঘরোয়া (১৪.২ কেজি): ৮১৮.৫০ টাকা

– মুম্বাই:

– বাণিজ্যিক (১৯ কেজি): ১,৭১৩.৫০ টাকা
– ঘরোয়া (১৪.২ কেজি): ৮০২.৫০ টাকা

এই মূল্য পরিবর্তন সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।

About Author