কেন্দ্রীয় সরকারের তরফে আরো একবার বৃদ্ধি করা হলো রান্না গ্যাসের দাম। ডোমেস্টিক এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি হল ২৫ টাকা। গত মঙ্গলবার রাত্রে সংবাদ সংস্থা এএনআই এর তরফে টুইট করে জানানো হয়েছিল এই দাম বৃদ্ধির ব্যাপারে। আজকে সকাল থেকে এই নতুন দাম কার্যকর হতে শুরু করল।
নতুন দাম কার্যকর হওয়ার পরে বর্তমানে পেট্রোলিয়াম কোম্পানি গুলি ১৪.২ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডার বিক্রি করবে ৮৫৯.৫০ টাকায়। এই দাম দিল্লিতে এর আগে ছিল ৮৩৪.৫০ টাকা। এর আগে শেষবারের জন্য দাম বৃদ্ধি করা হয়েছিল পহেলা জুলাই। তারপরে সংসদের বাদল অধিবেশন শুরু হয়ে যায়। এই কারণে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম সেই সময় বৃদ্ধি করেনি কেন্দ্রীয় সরকার। কিন্তু বাদল অধিবেশন শেষ হয়ে যাবার পরেই আবার শুরু হয়ে গেলো দাম বৃদ্ধির পালা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএক ধাক্কায় ২৫ টাকা দাম বৃদ্ধি হওয়ার ফলে রীতিমতো চাপে পড়েছে সাধারণ মানুষ। মোটামুটি যা ট্রেন্ড চলছে তাতে দেখা যাচ্ছে গত ৭ মাসে ১৬৫ টাকা দাম বৃদ্ধি হয়েছে রান্নার গ্যাসের, যা রীতিমতো মধ্যবিত্তের হেঁশেলে আগুন ধরাতে শুরু করেছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হচ্ছে, গ্রাহকদের মার্কেট প্রাইস দিতে হবে, তারপরে বাকি ভর্তুকি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হবে।
যদিও, অন্যান্য শহরে আলাদা হতে পারে কিন্তু, ভারতের সমস্ত মেট্রো শহর এবং সমস্ত বড় শহরগুলিতে ভর্তুকির পরিমাণ কোন কোন জায়গায় হয় একেবারেই শূন্য, আবার কোন কোন জায়গায় এক টাকা কি দুই টাকা। তাই ভর্তুকির ব্যাপারটা না বললেই চলে।