চলতি সপ্তাহের মধ্যেই রাজ্যে প্রবেশ করতে পারে বর্ষা, এমনটাই জানাল হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্রমেই নিজের শক্তি বাড়িয়ে তৈরি হতে পারে নিম্নচাপে। আর তার ফলেই বঙ্গে আগমন ঘটতে পারে বর্ষার। তবে নিম্নচাপের শক্তি কতটা বাড়বে তার উপর নির্ভর করছে বৃষ্টিপাতের পরিমাণ। তবে সবকিছু ঠিক থাকলে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে চলতি সপ্তাহেই বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা।
ঘূর্ণিঝড় নিসর্গের ফলে পূর্ব নির্ধারিত সময়েই কেরলে প্রবেশ করেছে বর্ষা। তবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাওয়া আমফান ঘূর্ণিঝড়ের ফলে বর্ষা আগমনের দিনক্ষণ পিছোতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে পরিবেশ অনুকূল থাকলে চলতি সপ্তাহেই প্রবেশ করবে নিম্নচাপের জেরে বৃষ্টি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে উত্তরবঙ্গের থেকে। তারপর দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এরফলে আগামী রবিবারের মধ্যে তরাই ও ডুয়ার্সে বর্ষা প্রবেশ করতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা হয়েও প্রবেশ করতে পারে। অপরদিকে, বাংলা দিয়েও প্রবেশ করতে পারে বর্ষা। পরিস্থিতি অনুকূল থাকতে চলতি সপ্তাহেই বর্ষায় স্বস্তি পাবে বাংলা।