Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী মাসে বাজারে আসতে চলেছে সবচেয়ে কমদামী আইফোন

কমদামী আইফোন SE এর উত্তরসূরির পরের মাসে ব্যাপক পরিমাণে উৎপাদন ঘটতে পারে এবং অ্যাপল সেটিকে মার্চ মাসে প্রকাশ করতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার একটি প্রতিবেদনে জানা গেছে অ্যাপল চার…

Avatar

কমদামী আইফোন SE এর উত্তরসূরির পরের মাসে ব্যাপক পরিমাণে উৎপাদন ঘটতে পারে এবং অ্যাপল সেটিকে মার্চ মাসে প্রকাশ করতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার একটি প্রতিবেদনে জানা গেছে অ্যাপল চার বছরের অনুপস্থিতির পরে স্বল্প মূল্যের ফোন বাজারে আনতে প্রস্তুত হয়েছে।

হ্যান্ডসেটটি যা 2017 এর আইফোন 8 টির মতোই 4.7-ইঞ্চি আকারের হবে বলে মনে করা হচ্ছে। এটি অ্যাপলের 2016 সালের সবচেয়ে কমদামী 399 ডলারের আইফোন SE থেকেও কম দামের স্মার্টফোন হবে। উল্লেখযোগ্য ভাবে আইফোন SE গত অর্ধ দশকে কোম্পানির অন্যতম সফল মোবাইল ডিভাইস ছিল। এরপর এই ফোনটি ব্যবসার ভিত্তিতে অন্যান্য ফোনকে যে বড়সড় টক্কর দেবে এমনটাই আশা করছে অ্যাপল কর্তৃপক্ষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : Jio আনল দুর্দান্ত প্ল্যান, ২০০ টাকার কমে পাওয়া যাবে ১.৫ জিবি ডেটা প্রতিদিন

এছাড়াও অ্যাপল ২০২০ সালে প্রকাশের জন্য বেশ কয়েকটি আইফোন তৈরির পরিকল্পনা করছে যার মধ্যে 5G সংযোগ, উন্নত প্রসেসর এবং পেছনে নতুন 3D ক্যামেরা থাকবে।

About Author