Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘হট অ্যান্ড বোল্ড’ লুকে মধুমিতা, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’র দৌলতে রাতারাতি স্টার হয়ে যান এই অভিনেত্রী। টিভির পর্দায় থেকেই তিনি পাশের বাড়ির মেয়েটির মতো আপন হয়ে যান বাংলার ঘরে ঘরে। সকলে তাকে…

Avatar

কৌশিক পোল্ল্যে: জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’র দৌলতে রাতারাতি স্টার হয়ে যান এই অভিনেত্রী। টিভির পর্দায় থেকেই তিনি পাশের বাড়ির মেয়েটির মতো আপন হয়ে যান বাংলার ঘরে ঘরে। সকলে তাকে পাখি নামেই অধিক চেনেন।

মধুমিতা সরকার পরপর তিনটি সফল মেগাসিরিয়ালে অভিনয় করার পর মাঝে দেড় বছরের বিরতি নিয়ে একেবারে ফিরছেন বড়পর্দায় প্রতিম দাশগুপ্তের হাত ধরে। ছবির নাম ‘লাভ আজ কাল পরশু’, তার বিপরীতে দেখা যাবে অভিনেতা অর্জুন চক্রবর্তীকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ট্রান্সপারেন্ট শাড়িতে ঝুমা বৌদির হট লুক, দেখুন সেই ছবি

অতি সম্প্রতি ছবির ট্রেলারটিও মুক্তি পেয়েছে যদিও এর আগেই ছবির ‘শুনে নে’ নামক গানে অন্যরকম লুকে দর্শকরা দেখতে পেলেন মধুমিতাকে। সেক্সি লুক ও অর্জুনের সঙ্গে অন্তরঙ্গতায় মেতে থাকা মধুমিতাকে সাধুবাদ জানালেন তার ভক্তরা।

ট্রেলারেও রয়েছে বেশ চমক। নিজের এহেন ট্রান্সফর্মেশন নিয়ে মধুমিতা জানাচ্ছেন, “সিরিয়াল শেষে এক থেকে দেড় বছর শুধু মন দিয়ে অভিনয়টা শিখেছি, বই পড়েছি, প্রচুর সিনেমা দেখেছি, নিয়মিত ওয়ার্কশপও করেছি। তারপর একদিন আমার কাছে প্রতিম দার কল আসে এবং এই সিনেমার জন্য উনি আমায় সিলেক্ট করেন, এখানেও সেই চরিত্রমতোই নিজেকে পরিবর্তন করে পুরো কাজটা সেরেছি।” প্রেমের এই ছবি ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পাচ্ছে প্রেমের দিনই অর্থাৎ 14ই ফেব্রুয়ারি।

About Author