Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সারার শরীরে ঘনিষ্ঠভাবে শুয়ে কার্তিক আরিয়ান, করছেন লিপ-কিস (ভিডিও)

কৌশিক পোল্ল্যে: মুক্তি পেল বহু প্রতিক্ষিত ছবি ‘লাভ আজ কাল 2’ এর ট্রেলার। এক যুগ আগে এই ছবিতে অভিনয় করেন দীপিকা পাডুকোন ও সঈফ আলি খান। আর বর্তমান ছবিতে রয়েছেন…

Avatar

কৌশিক পোল্ল্যে: মুক্তি পেল বহু প্রতিক্ষিত ছবি ‘লাভ আজ কাল 2’ এর ট্রেলার। এক যুগ আগে এই ছবিতে অভিনয় করেন দীপিকা পাডুকোন ও সঈফ আলি খান। আর বর্তমান ছবিতে রয়েছেন সঈফকন্যা সারা আলি খান, সঙ্গে বলিউডের নতুন হার্টথ্রব, চকলেট বয় কার্তিক আরিয়ান।

কার্তিক ও সারা দীর্ঘদিন একে অপরকে ডেট করছেন; বলিপাড়ায় কান রাখলে এমন গুঞ্জন প্রায়ই শোনা যায়। সারা নিজেও স্বীকার করেছেন এটি তার জীবনের স্পেশাল ছবি যেহেতু সিনেমায় তার বিপরীতে কার্তিক রয়েছেন। ছবিতে প্রেমের দুই সময় কালের পার্থক্য, পরিবর্তন ও সামঞ্জস্য নিয়ে আলোকপাত করা হয়েছে। আপাতদৃষ্টিতে ট্রেলার দেখলে এমনটাই মনে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : লাল বিকিনিতে টেলিভিশনের এই অভিনেত্রীর সেক্সি লুক, তুমুল ঝড় নেট দুনিয়ায়

আর বিশেষ করে যেটা চোখে পড়তে বাধ্য, তা সারা ও কার্তিকের ঘনিষ্ঠতা। বহু দৃশ্যে একে অপরের সঙ্গে লিপ-কিসে মেতেছেন উভয়েই। পোস্টারে দেখানো হয়েছিল কার্তিকের পিঠে শুয়ে সারা কিন্তু ট্রেলারে পাবেন অন্যচমক, সারার ওপর ঘনিষ্ঠভাবে শুয়ে তাকে চুম্বন করছেন কার্তিক। নতুন এই জুটির অনস্ক্রিন রসায়ন যে বেশ জমে উঠেছে তা বলাই বাহুল্য। ‘লাভ আজ কাল 2’ সিনেমাটি মুক্তি পাচ্ছে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে এর দিন।

About Author