Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর্থিক ভাণ্ডারে ক্ষতি, উদ্বেগে বাড়ল কেন্দ্রের

পণ্য ও পরিষেবা কর (জিএসটি) গত বছরের অক্টোবরের তুলনায় এবছর অক্টোবরে কমলো ৫.৩%, আর এর ফলে জিএসটি আদায়ও কমে দাঁড়ালো ৯৫,৩৮০ কোটি টাকা। অক্টোবর মাসেও এক লক্ষের গন্ডি ছুঁতে পারলো…

Avatar

পণ্য ও পরিষেবা কর (জিএসটি) গত বছরের অক্টোবরের তুলনায় এবছর অক্টোবরে কমলো ৫.৩%, আর এর ফলে জিএসটি আদায়ও কমে দাঁড়ালো ৯৫,৩৮০ কোটি টাকা। অক্টোবর মাসেও এক লক্ষের গন্ডি ছুঁতে পারলো না জিএসটি আদায়। গত শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই তথ্য। এই নিয়ে টানা তিন মাস জিএসটি আদায় এক লক্ষের অনেক নীচে রইলো। চলতি অর্থবর্ষের সেপ্টেম্বরে জিএসটি আদায় হয়েছিল ৯১,৯১৬ কোটি টাকা, যার তুলনায় অক্টোবরে কিছুটা বেশি আদায় হয়েছে জিএসটি।গত আর্থিক বছরের অক্টোবর মাসে যেখানে জিএসটি আদায় হয়েছিল ১,০০,৭১০ কোটি টাকা, সেখানে এবছরের অক্টোবরে আদায় হয়েছে ৯৫,৩৮০ কোটি টাকা। এ গত বছরের তুলনায় ৫.৩% কম। বিশেষজ্ঞদের মতে এই উৎসবের মরশুমে জিএসটি আদায় কম হওয়া। এর পিছনে অর্থনীতিতে সার্বিক ক্রেতা চাহিদা কমে যাওয়া একটা বড় কারণ বলে মত বিশেষজ্ঞদের। যদিও, গত এক বছরে বিভিন্ন পণ্যে জিএসটি কিছুটা কমানোর ফলেও মোট জিএসটি আদায় কিছুটা কমেছে। অক্টোবরে মোট ৯৫,৩৮০ কোটি টাকা জিএসটি সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে সেন্ট্রাল জিএসটি ১৭,৫৮২ কোটি টাকা, স্টেট জিএসটি ২৩,৬৭৪ কোটি টাকা, ইন্টিগ্রেটেড জিএসটি ৪৬,৫১৭ কোটি টাকা।
About Author