Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই অফার লুটে নিন, মাত্র ১ লাখ টাকায় কিনুন Maruti Alto 800, বিস্তারিত জানুন

কম দামের মধ্যে যদি বাজারের সেরা গাড়ি ক্রয় করতে চান, তবে অবশ্যই আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন মারুতির সর্বাধিক বিক্রি হওয়া গাড়ি তথা Maruti Alto 800-এর নাম। তবে যদি…

Avatar

কম দামের মধ্যে যদি বাজারের সেরা গাড়ি ক্রয় করতে চান, তবে অবশ্যই আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন মারুতির সর্বাধিক বিক্রি হওয়া গাড়ি তথা Maruti Alto 800-এর নাম। তবে যদি আপনার বাজেট অধিক না হয়, সেক্ষেত্রে নতুন গাড়ির বদলে সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে পারেন আপনি। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, Maruti Alto 800 গাড়িটি নতুন কিনতে করতে হলে আপনাকে ৩.৫ লক্ষ থেকে ৫.২৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হবে। তবে আপনি চাইলে গাড়িটি মাত্র ১ লাখ টাকায় ক্রয় করতে পারবেন। যদি দুর্দান্ত এই অফারটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য চান, সে ক্ষেত্রে আজকের নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন-

Maruti Alto 800 গাড়ির দুর্দান্ত অফার সম্পর্কে জেনে নেওয়ার পূর্বে আজকের নিবন্ধে চলুন জেনে নেওয়া যাক গাড়িটির অবিশ্বাস্য কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমেই যদি বাজারের সেরা এই গাড়িটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এতে 796cc-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে Maruti Suzuki। যা সর্বোচ্চ 6000rpm-এ 47.33 bhp শক্তি এবং 3500 rpm-এ 69 Nm পিক টর্ক জেনারেট করতে পারে। এতে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হয়েছে। যার মাধ্যমে শক্তিশালী এই ইঞ্জিনটি নিয়ন্ত্রিত হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই অফার লুটে নিন, মাত্র ১ লাখ টাকায় কিনুন Maruti Alto 800, বিস্তারিত জানুন

যদি বাজারের সেরা এই গাড়িটির মাইলেজ সম্পর্কে যদি বলি, তবে এই গাড়িতে আপনি ARAI দ্বারা প্রত্যয়িত প্রতি লিটারে 22.05 km মাইলেজ পাবেন। যা বাজারে প্রাপ্ত অন্য গাড়ির থেকেও যথেষ্ট বেশি। যদি শক্তিশালী এই গাড়ির দামের কথা বলি, তবে দুর্দান্ত এই হ্যাচব্যাকের বেস মডেলের এক্স-শোরুম মূল্য ৩.৫ লাখ টাকা শুরু হয়ে ৫.২৫ লাখ টাকা পর্যন্ত হয়। তবে দুর্দান্ত এই গাড়িটি আপনি চাইলে সেকেন্ড হ্যান্ড ক্রয় করতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রয় কেন্দ্র Quikr-এ প্রবেশ করতে হবে। কারণ, Quikr.com-এ সেকেন্ড হ্যান্ড Maruti Alto 800 গাড়ির বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে মাত্র ১ লাখ টাকা।

About Author