করোনা মহামারির কারণে যখন গোটা সিনেমা জগত বিধ্বস্ত হয়ে পড়েছিল, ঠিক তখনই OTT প্লাটফর্মে রিলিজ করা হয় একের পর এক ওয়েব সিরিজ। হাসির ওয়েব সিরিজ তো বটেই, সাথে একাধিক হট ওয়েব সিরিজ করা হয় OTT প্ল্যাটফর্ম উল্লু-তে। যা অবসর সময়কে আনন্দদায়ক করে তোলার জন্য দেখতে শুরু করেন নেটিজেনরা। তবে করোনা মহামারির প্রকোপ দূর হলেও একটুও কমেনি উল্লু-তে রিলিজ হওয়া এই সব ওয়েব সিরিজের চাহিদা। বরং আজকাল মানুষ গো-ক্রাশে এই সমস্ত সাহসী ওয়েব সিরিজের রস আস্বাদন করছে।
আজ আমরা আপনাদের সামনে এমন একটি সাহসী ওয়েব সিরিজের খবর নিয়ে এসেছি, যেটি দেখতে হলে অবশ্যই আপনাকে ঘরের দরজা বন্ধ করতে হবে। শুধু তাই নয়, নিজের থেকে বয়সে বড় এবং বয়সে ছোট কারো সামনেও দেখতে পারবেন না এই ওয়েব সিরিজ। কানে হেডফোন ব্যবহার করে আপনাকে উত্তেজনাপূর্ণ এই ওয়েব সিরিজ দেখতে হবে। আজ্ঞে হ্যাঁ, বিগত দুটি পর্বের সাফল্যের পর এবার উল্লু-তে রিলিজ হতে চলেছে ওয়াকম্যান পার্ট থ্রি। আমরা আপনাদের বলে রাখি, ইতিপূর্বে ওয়াকম্যান ওয়েব সিরিজের দুটি পার্ট বিশেষভাবে পছন্দ করেছেন নেটিজেনরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযদি আসন্ন এই ওয়েব সিরিজের তৃতীয় অংশের কথা বলি, সে ক্ষেত্রে এর প্রতিটি মুহূর্তে আপনি উষ্ণতার ছোঁয়া পাবেন। আজ্ঞে হ্যাঁ, যেখানে মামির সাথে ভাগ্নের চরম উত্তেজনাপূর্ণ দৃশ্য দেখতে পাবেন আপনি। আসলে এই ওয়েব সিরিজে মামার বাড়ি থাকতে আসা ভাগ্নেকে তার মামির সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যাবে। মামা যখন কাজের জন্য ঘরের বাইরে থাকবেন, সেই সময় মামির সাথে অবৈধ সম্পর্কের বারবার জড়িয়ে পড়তে দেখা যাবে ভাগ্নেকে। ফলে এই ওয়েব সিরিজ দেখার পূর্বে অবশ্যই আপনাকে ঘরের দরজা বন্ধ করতে হবে। আমরা আপনাদের বলে রাখি, ৩০শে সেপ্টেম্বর এই সাহসী ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ওটিপি প্ল্যাটফর্ম উল্লু-তে।