Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লঞ্চ হতেই ১ মিলিয়ন বেশি বিক্রি হয়েছে Redmi-র এই স্মার্টফোন, দেখে নিন দাম এবং অবিশ্বাস্য ফির্চাস

এ যেন বাজারের হট কেক। ভারতের বাজারে Redmi-র এই স্মার্টফোন লঞ্চ হওয়ার পর থেকে কেনার জন্য লাইন দিচ্ছেন গ্রাহকরা। জানলে অবাক হবেন, বিগত 28 দিনে 1 মিলিয়ন ইউনিটের বেশি বিক্রি…

Avatar

এ যেন বাজারের হট কেক। ভারতের বাজারে Redmi-র এই স্মার্টফোন লঞ্চ হওয়ার পর থেকে কেনার জন্য লাইন দিচ্ছেন গ্রাহকরা। জানলে অবাক হবেন, বিগত 28 দিনে 1 মিলিয়ন ইউনিটের বেশি বিক্রি হয়েছে বাজার সেরা এই স্মার্টফোন! বিশেষ করে কম মূল্যের এই স্মার্টফোনে 5G ফির্চাস উপলব্ধ থাকায় তা কিনতে আগ্রহী হয়ে উঠেছেন গ্রাহকরা। আজকের নিবন্ধে আমরা আপনাদের দুর্দান্ত এই স্মার্টফোনের দামের পাশাপাশি অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে জানাতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

লঞ্চ হতেই ১ মিলিয়ন বেশি বিক্রি হয়েছে Redmi-র এই স্মার্টফোন, দেখে নিন দাম এবং অবিশ্বাস্য ফির্চাস

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিবন্ধের শুরুতেই যদি ফোনটির ডিসপ্লের কথা বলি, তবে এতে 6.79 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। যা 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম। এছাড়া ডিভাইসটিকে স্মুথ ভাবে চলার জন্য Octa Core-এর শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে। জানলে অবাক হবেন, শক্তিশালী এই স্মার্টফোনটি বর্তমানে তিনটি ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে ভারতের বাজারে। আপনি চাইলে 4GB RAM/6GB RAM/8GB RAM এবং 128 GB Storage/256 GB Storage বিকল্প বেছে নিতে পারেন।

লঞ্চ হতেই ১ মিলিয়ন বেশি বিক্রি হয়েছে Redmi-র এই স্মার্টফোন, দেখে নিন দাম এবং অবিশ্বাস্য ফির্চাস

দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে বললে আমরা আপনাদের জানিয়ে রাখি, ক্যামেরার দিকে বিশেষভাবে লক্ষ্য করেছে Redmi। এতে 50-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা সেন্সরের পাশাপাশি একটি 2-মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। তাছাড়া সেলফি তোলার জন্য একটি 8 মেগাপিক্সেলের সেলফি সেন্সরও দেওয়া হয়েছে ফোনটিতে। দুর্দান্ত এই স্মার্টফোনটি 18W ফাস্ট চার্জিং সমর্থন সহ 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি সহ বাজারে উপলব্ধ রয়েছে। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে শক্তিশালী এই স্মার্টফোনটির প্রাথমিক মূল্য 13,880 টাকা থেকে শুরু হয়ে 17,190 টাকা পর্যন্ত হয়।

About Author