Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Longest river cruiser Ganga Vilas: জিম, স্পা থেকে শুরু করে বাংলাদেশের ভুতুড়ে শহর, কেমন দেখতে ভারতের গঙ্গা বিলাস?

এবারে গঙ্গার বুকে ভাসবে বিশ্বের দীর্ঘতম রুটের গঙ্গা বিলাস ক্রুজ জেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই বিশেষ যানটির পথ চলা শুরু হবে আগামী ১৩ই জানুয়ারি। বারানসি থেকে একেবারে ডিব্রুগড় পর্যন্ত…

Avatar

এবারে গঙ্গার বুকে ভাসবে বিশ্বের দীর্ঘতম রুটের গঙ্গা বিলাস ক্রুজ জেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই বিশেষ যানটির পথ চলা শুরু হবে আগামী ১৩ই জানুয়ারি। বারানসি থেকে একেবারে ডিব্রুগড় পর্যন্ত চলে যাবে এই জল যান। মাঝে এটি পর করবে বাংলাদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন ৫০ দিন ধরে ৩২ হাজার কিমি পথ পার হবে এই জলযান। বেশ কয়েকটি হেরিটেজ প্লেস সহ ৫০টি গুরুত্বপূর্ণ স্থাপত্য দেখা যাবে এই জানের রুটে।গঙ্গা বিলাসের পথে সুন্দরবন ও কাজিরাঙা ন্যাশনাল পার্ক পড়বে। এছাড়াও ক্রুজে বিনোদনের সমস্ত উপকরণ থাকবে মজুদ। থাকবে জিম, স্পা। গান ও বিনোদনমূল অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকবে এতে। ৮০ জন যাত্রী উঠতে পারবেন এই ক্রুজে। এছাড়াও রয়েছে ১৮ টি স্যুট। হুগলি নদী থেকে বারানসি পর্যন্ত নদীপথে সবকিছু পরিবহন করতে পারবেন যাত্রীরা। তবে, সব জায়গাই দেখা যাবে নদী পথেই।এই ক্রুজ বারাণসী থেকে যাত্রা শুরু করে এই ক্রুজ পৌঁছবে পাটনা, তারপর বক্সার, গাজীপুর। পরের গন্তব্য হবে কলকাতা। ফরাক্কা পেরিয়ে এটি এগিয়ে যাবে বাংলাদেশের দিকে। সেখানে ১৫ দিন কাটিয়ে চলে যাবে গুয়াহাটি। এই ক্রুজ শুধু ভারতের দর্শনীয় স্থান নয়, পরিক্রমা করবে বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য জায়গাও। শতাব্দী প্রাচীন মসজিদ থেকে শুরু করে ভূতুড়ে শহর সোনারগাঁও পেরবে এটি।
About Author