২০২৪ সালে সম্পন্ন হয়েছে ১৮ তম লোকসভা নির্বাচন। সাত দফায় দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলা লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আজ অর্থাৎ ৪ ই জুন। কার মাথায় শেষপর্যন্ত উঠবে বিজয়ীর মুকুট? সেই নিয়ে জল্পনার শেষ নেই। তবে বাংলায় প্রত্যাশার থেকে ভালো ফল করছে তৃণমূল। জায়গায় জায়গায় তৃণমূল প্রতিনিধি এগিয়ে রয়েছেন। তবে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সকলকে চমকে দিয়ে বহরমপুরে এবার ইটি ঘটলো অধীর সাম্রাজ্যের। দীর্ঘ ২৫ বছর পর এবার সেই জায়গা দখল করে নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল নেতা ইউসুফ পাঠান।
পরপর ৫ বারে সাংসদ ছিলেন অধীর চৌধুরী। শুধু তাই নয়, ২০১৯-এর নির্বাচনের পর কংগ্রেসের লোকসভার দলনেতাও হয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক ইস্যুতে লোকসভা কক্ষে তর্ক করতে দেখা গিয়েছে তাঁকে। বহরমপুরকে অধীরের ‘গড়’ বলেই চিহ্নিত করে থাকে রাজনৈতিক মহল। কিন্তু সকলকে অবাক করে বিশাল ব্যবধানে সেই জায়গা দখল করে নিয়েছেন তৃণমূলের প্রতিনিধি ইউসুফ পাঠান। এদিন প্রায় ৮৬ হাজার ভোটে জয়ী হন ইউসুফ পাঠান। তারপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজয়ের পর ইউসুফ পাঠান বলেছেন, ‘খুব ভালো লাগছে। এই জয় আমাদের সবার। আমি খুব খুশি।’ একই সঙ্গে তিনি অধীর রঞ্জন চৌধুরীর বিষয়ে বলেন, ‘উনি সিনিয়র নেতা। আমি ওঁকে সম্মান করি। সম্মান করবও আগামীতে।’ এছাড়াও তিনি জানিয়েছেন যে।শিশুদের জন্য স্পোর্টস অ্যাকাডেমি বানাবেন তিনি, বন্ধ হওয়া কারখানাও খুলে দেওয়া হবে, প্রচুর মানুষের চাকরি হবে। তিনি জানান তিনি তাঁর বাড়িতে তাঁর পরিবারের কাছেই থাকবেন। কাজে দিল্লি যাবে। মাঝে মধ্যে সময় পেলে বাংলায় আসবেন। এদিন একই সঙ্গে ইউসুফ দাবি করেন বাংলা এখন তাঁর তৃতীয় বাড়ি হয়ে গেল।