Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“রাজনীতি ডিজে বাজিয়ে হয় না”, মদন মিত্রের কুমড়ো পটল নিয়ে ডিজে গানকে কটাক্ষ বিজেপি নেত্রী লকেটের

বর্তমানে তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। যখন থেকে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছেন তখন থেকে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে চলেছেন। ফেসবুক লাইভ মানেই তার…

Avatar

বর্তমানে তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। যখন থেকে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছেন তখন থেকে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে চলেছেন। ফেসবুক লাইভ মানেই তার লক্ষ্য লক্ষ্য ভিউ। তার পাশাপাশি এবার দলবদল কারীদের নিয়ে একটা নতুন গান বেধে ফেললেন মদন মিত্র। তার গানের নাম হল কুমড়ো। তিনি এমন দিনেই এই ভিডিও শেয়ার করলেন যেদিন তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদী (Dinesh Tribedi) তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন।

কাকিনাড়া বাজারে একটি বিশেষ মঞ্চে তিনি এই ভিডিও রিলিজ করলেন।এই ভিডিওতে তিনি রাজ্যের মানুষকে বিশেষ সম্মান জানালেন এবং কুমড়োর উপরে সবুজ এবং ভিতরে কমলা বলে জনসভায় বক্তৃতা দিলেন। আজকের বাংলার রাজনীতির সঙ্গে এই জিনিসটা প্রাসঙ্গিক বলে তিনি আখ্যা দেন। তার পাশাপাশি তিনি, দলবদল কারীদের উদ্দেশ্যে ঘুরিয়ে একটা খোঁচা মারলেন। তার পাশাপাশি গানের সুরে মদন বললেন, “বাজার থেকে কুমড়ো কিনে জিতবি বলে ভাব লি, ওহ লাভলি!” নিজের ওহ লাভলি কথাটিকে হাতিয়ার করে বিরোধীদের তিনি কটাক্ষ করেছিলেন তিনি প্রকাশ্য জনসভায় থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার মদন মিত্রের কুমড়োর ঘ্যাট গান নিয়ে পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি মদন মিত্রকে কটাক্ষ করে বলেছেন, “খুব খারাপ লাগে বলতে যে এখন রাজনীতিটাকে ডিজে রাজনীতি করে দিচ্ছে শাসক দল। মানুষের সেবার জন্য রাজনীতি করা উচিত। ডিজে বাজিয়ে কুমড়ো বা পটল নিয়ে আমরা কাউকে সরাসরি ব্যঙ্গ করি না। গেরুয়া শিবির সারাক্ষণ অ্যাকশনে থাকে। মানুষের কাজে ব্যস্ত থাকে।”

এদিন লকেট চট্টোপাধ্যায় ডানলপ কারখানা বন্ধ প্রসঙ্গে বলেছেন, “আমরা চাই সব কারখানা আবার খুলুক। কর্মসংস্থান হোক বাংলায়। বাংলার মানুষ যাতে নিজেদের জায়গা থেকে কাজ পায়। তাদের যাতে না বাইরে যেতে হয়। শাসক শিবির কোন কাজ করবে না। বিজেপি এবারের নির্বাচনে ক্ষমতায় এসে মানুষকে কাজ দেবে।”

About Author