Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাংলায় কেবল তিনটি শিল্প; চপ, ঢপ এবং বোমা, মমতাকে কটাক্ষ লকেটের

বাঁকুড়া থেকে কার্যত ২১ এর নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে শাসক শিবির। উপস্থিত ছিলেন শাসক দলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও। সেখান থেকে সমস্ত বিরোধীদের একযোগে আক্রমণ করেন দলনেত্রী। এইদিন প্রচারে…

Avatar

বাঁকুড়া থেকে কার্যত ২১ এর নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে শাসক শিবির। উপস্থিত ছিলেন শাসক দলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও। সেখান থেকে সমস্ত বিরোধীদের একযোগে আক্রমণ করেন দলনেত্রী। এইদিন প্রচারে তৃণমূল কংগ্রেসকে ত্যাগী এবং কংগ্রেসকে ভোগী বলে কটাক্ষ করেন তিনি। অন্যদিকে এই কথার পরিপ্রেক্ষিতে মমতা সরকারকে এইদিন পাল্টা কটাক্ষ করেন বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

বুধবার পূর্ব মেদিনীপুরের মেচেদার রেল ময়দানে সভা করে গেরুয়া শিবির। সেখানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় সমেত বহু নেতা নেত্রী। উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায় এবং শঙ্কুদেব পাণ্ডাও। সেই সভা থেকেই মমতা সরকারকে উদ্দেশ্য করে বাক্যবাণ ছুঁড়ে দেন লকেট। সভায় তিনি বলেন,”ঘূর্ণিঝড় আমপানের ত্রাণ চুরি করা, চাল ডাল চুরি করা তৃণমূল সরকার নাকি ত্যাগী। বাংলায় ঘরে ফেরার সময় শ্রমিক দের দেখে স্পষ্ট হয়েছে বঙ্গের কর্মসংস্থানের অবস্থা। বাংলায় কাজ নেই বলেই মানুষ নিজের ঘর ছেড়ে কাজের জন্য অন্য জায়গাতে যাচ্ছে। বাংলায় শুধু তিনটে শিল্প রয়েছে। চপ-ঢপ এবং বোমা।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে বাংলায় নারী সুরক্ষা নিয়েও রাজ্য সরকারের তীব্র অলোচনা করেছেন বিজেপি নেত্রী। রাজ্যের একের পর এক ঘটে চলা খুব এবং ধর্ষণের ঘটনাকে তুলে ধরে এইদিন সরকারের বিরুদ্ধে এক হাত নেন তিনি। মুর্শিদাবাদের আল কায়দা জঙ্গি যোগের ঘটনা তুলে ধরে লকেট বলেন,”বাংলায় সন্ত্রাস দমন ও সঠিক ভাবে করতে পারেনি রাজ্য সরকার। একুশের ভোটের পড়ে তৃণমূল দলে কেবল দুই জন থাকবে। পিসি আর ভাইপো। অন্যদিকে ২১ এ সোনার বঙ্গ গড়বে বিজেপি।” এইদিন এমনটাই প্রতিশ্রুতি দেন বিজেপি নেত্রী।

About Author