Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে যানবাহন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পায়ে হেঁটেই সুদূর বর্ধমান থেকে মালদাহ

মলয় দে নদীয়া: জেলা পেরিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে, কাজ করতে যাওয়া শ্রমিক লকডাউন ঘোষণার পরেও সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মস্থলে থাকবেন। পরিস্থিতি যত জটিল হচ্ছে, পরিবার স্বজনের সাথে থেকেই একুশের অবস্থা পার…

Avatar

মলয় দে নদীয়া: জেলা পেরিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে, কাজ করতে যাওয়া শ্রমিক লকডাউন ঘোষণার পরেও সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মস্থলে থাকবেন। পরিস্থিতি যত জটিল হচ্ছে, পরিবার স্বজনের সাথে থেকেই একুশের অবস্থা পার করতে চান অনেকেই। ব্যাকুল হৃদয় মানে নি কোন বাধা, পায়ে হেঁটে কলকাতা থেকে বর্ধমান থেকে মালদার পথে রওনা দিয়েছেন বহু শ্রমিক।

আজ এরকমই 7 জনের একটি দলের এক বয়স্ক সদস্য অসুস্থ হয়ে পড়ে শান্তিপুর নৃসিংহপুর মতিগঞ্জ রোডে। শান্তিপুর থানা খবর পেয়ে তাদের আশ্বস্ত করেন। তবে এ ধরনের সিদ্ধান্তের জন্য শাসন করলেও। ওসি সুমন দাস জল খাওয়ার ব্যবস্থা করেন প্রত্যেকের জন্য। তারপর তাদেরকে গাড়ি করে নিয়ে ফুলিয়ায় সাব ডিভিশনাল কোয়ারেন্টে রাখার ব্যবস্থা করেন। পরবর্তীতে ভাগীরথী তীরবর্তী এলাকায় কড়া পাহারার ব্যবস্থা করেন। ব্যক্তিগত নৌকা গুলিতে তদন্ত করেন চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author