Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সম্পূর্ণ বন্ধ মেট্রো পরিষেবা! লকডাউনের মেয়াদ বাড়ল আরও এক সপ্তাহ

করোনা ভাইরাস সংক্রমন লাফিয়ে বাড়ছে ভারতের বুকে। গতবছরের সংক্রমনের ভয়ংকরতা ছাপিয়ে গেছে চলতি বছরের সংক্রমণ। বছরের প্রথম দিকে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকে প্রায় লাফিয়ে বাড়ছে…

Avatar

করোনা ভাইরাস সংক্রমন লাফিয়ে বাড়ছে ভারতের বুকে। গতবছরের সংক্রমনের ভয়ংকরতা ছাপিয়ে গেছে চলতি বছরের সংক্রমণ। বছরের প্রথম দিকে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকে প্রায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এখন দৈনিক ৪ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই দ্বিতীয় ঢেউতে বেসামাল দেশের রাজধানী দিল্লি। বেশ কয়েকদিন আগে থাকতেই দিল্লিতে চলছে লকডাউন। কিন্তু পরিস্থিতি এখনও হাতের বাইরে। তাই আজ অর্থাৎ রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরও এক সপ্তাহ লকডাউন এর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ জানিয়েছেন, “লকডাউনে দিল্লির মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী ১৭ মে ভোর ৫ টা অব্দি চলবে লকডাউন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে যাতে কোন ঢিলেমি না থাকে তার জন্য লকডাউন এর মেয়াদ বাড়ানো হয়েছে।” এছাড়াও তিনি বলেছেন, “কয়েকদিন আগে থাকতে লকডাউন করাতে দিল্লিতে সংক্রমণের হার কিছুটা কমেছে। কিন্তু এখন ঢিলেমি দেওয়া চলবে না। আমাদের লকডাউন বাড়াতেই হবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা সংক্রমনের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আজ পরিসংখ্যান তুলে জানিয়েছেন, “দিল্লিতে সংক্রমণের হার ৩৫ শতাংশ থেকে নেমে ২৩ শতাংশে এসে পৌঁছেছে। তবে চিকিৎসকরা বলছে যে এই সংক্রমণের হার যথেষ্ট বেশি। তাই আমরা লকডাউন এর সময় কি কাজে লাগিয়ে স্বাস্থ্যপরিসেবা পরিকাঠামো উন্নত করছি। দিল্লির প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের ঘাটতি। তবে আশা রাখি কেন্দ্রের সাহায্যে এই অবস্থার সমাধান হবে।”

About Author