আজ দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হবে কিনা সেই নিয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সম্ভবত আজ রাতে লকডাউন নিয়ে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। আজ বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই সতর্কতার জন্য মুখে মাস্ক পরে বসেছেন। তার সাথে তিনি মুখ্যমন্ত্রীদের বলেছেন, “আমি ২৪*৭ আপনাদের সঙ্গে রয়েছি”।
প্রায় ৪ ঘন্টা ধরে এই বৈঠক হবে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত বেশ কিছু রাজ্য সরকারের পক্ষ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর আবেদন করেছেন বলে সূত্রের খবর। লকডাউন বাড়াতে চেয়েছে হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লি সরকার। ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াতে চায় মহারাষ্ট্র সরকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিকে দেশের দুই রাজ্য ওড়িশা ও পাঞ্জাবে কেন্দ্রের সিদ্ধান্তের আগেই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করেছে। এছাড়া অন্যান্য রাজ্যের পক্ষ থেকেও প্র্রধানমন্ত্রীকে লকডাউন বাড়ানোর জন্য আর্জি জানানো হয়েছে। লম্বা লকডাউনের পক্ষে একাধিক রাজ্য। বর্তমানে যেভাবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে লকডাউন বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লকডাউন তুলে দিলে দেশে আরও অবস্থার অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে।