Today Trending Newsদেশনিউজ

BREAKING: ফের বাড়ল লকডাউন, নয়া নির্দেশিকা কেন্দ্রের

×
Advertisement

গোটা দেশে লকডাউনের সময়সীমা ফের বাড়ানো হল। ৪ মে থেকে বাড়িয়ে আগামী দু-সপ্তাহ পর্যন্ত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে গ্রিন ও অরেঞ্জ জোনের ক্ষেত্রে কিছুটা হলেও শিথিলতা করা হবে।

Advertisements
Advertisement

 বিমান, রেল, মেট্রো পরিষেবা ও আন্তঃরাজ্য ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ থাকবে। তবে বিমান, রেল, সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দেবার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Advertisements


স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা/ প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রাখা হবে। তার সাথেই বন্ধ রাখা হবে রেস্তোরাঁ, হোটেল। এছাড়া সিনেমা হল, মল, জিম ও ক্রীড়া সংস্থাগুলিও বন্ধ রাখা হবে। কোনও রকমের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জমায়েত, ধর্মীয় সমাবেশ ও পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

Advertisements
Advertisement

 

Related Articles

Back to top button