বিমান, রেল, মেট্রো পরিষেবা ও আন্তঃরাজ্য ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ থাকবে। তবে বিমান, রেল, সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দেবার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।Ministry of Home Affairs issues order under the Disaster Management Act, 2005 to further extend the Lockdown for a further period of two weeks beyond May 4: MHA pic.twitter.com/Cw4bkdMTFU
— ANI (@ANI) May 1, 2020
স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা/ প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রাখা হবে। তার সাথেই বন্ধ রাখা হবে রেস্তোরাঁ, হোটেল। এছাড়া সিনেমা হল, মল, জিম ও ক্রীড়া সংস্থাগুলিও বন্ধ রাখা হবে। কোনও রকমের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জমায়েত, ধর্মীয় সমাবেশ ও পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।MHA amends Para 11 of the #lockdown extension order, ‘in Orange Zones, in addition to activities permitted in Red Zone, taxis & cab aggregators will be permitted with 1 driver & 2 passengers only’. https://t.co/iACNHIxblO
— ANI (@ANI) May 1, 2020
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?