করোনা ভাইরাসের আতঙ্কে সর্বত্র , চিনের ইউহান থেকে ক্রমশ একে একে সব দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাসের ভয়াবহতা। গোষ্ঠী সংক্রমণ রুখতে গোটা দেশ লকডাউন রাখা হয়েছে, কিন্তু বহু স্থানেই নির্দেশ অমান্য করে মানুষ রাস্তায় বেরোচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) অবশ্য জানিয়েছে করোনাভাইরাসের মোকাবিলায় দেশে লকডাউন ভীষণ জরুরি ছিল, ভারত একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
হু-এর বিশেষ কোভিড ১৯ দূত ডেভিড নাবারো বলেছেন, আমেরিকা, ইটালির প্রভৃতি দেশে সময় থাকতে পদক্ষেপ না নেওয়ায় আজ এমন অবস্থায় পরিনত সেইসব দেশ। কিন্তু ভারত এক্ষেত্রে নজির সৃষ্টি করেছে। তবে অনেকেই চিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করছেন, সে ব্যাপারে তিনি বলেন এখন দোষারোপ না করে তাড়াতাড়ি সংক্রমণ মুক্ত করার জন্য পদক্ষেপ নিতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতিনি বলেন এর আগেও ভারত বহু ক্ষেত্রে নজির সৃষ্টি করেছে, লকডাউন কি আরও বাড়ালে ভালো এই প্রশ্নের জবাব দিয়ে তিনি বলেন যে সব হটস্পট (করোনাভাইরাস সংক্রমণের) রয়েছে, সরকার সেগুলির তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণ করে ব্যবস্থা নিতে পারেন তবে হটস্পটগুলিকে বাদ দিয়ে বাকি সব এলাকায় লকডাউন তুলে নেওয়া হবে মনে করা হচ্ছে। তবে লকডাউনের সময় যদি আরও বাড়ানো হয় তাহলে দুর্গতি আরও বাড়বে।
নাবারোর বলেন, যখন আজ ইতিহাস হবে তখন কত তারাতাড়ি এই অতিমারীকে অতিক্রম করে নিয়ন্ত্রণে আনা গেছে সেটাই দেখা হবে৷ তাই নিজেদের মধ্যে মনোমালিন্য না করে একে অপরের দোষ ত্রুটি না ধরে এগিয়ে যেতে হবে, খুঁজতে হবে করোনা নিয়ন্ত্রনের পথ।