Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের বাড়তে পারে লকডাউন, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইঙ্গিত মোদীর

করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য দেশ জুড়ে জারি আছে তৃতীয় দফার লকডাউন। আগামী ১৭ই মে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে। কিন্তু ১৭ই মে পর আরও বাড়তে লকডাউনের মেয়াদ,…

Avatar

করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য দেশ জুড়ে জারি আছে তৃতীয় দফার লকডাউন। আগামী ১৭ই মে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে। কিন্তু ১৭ই মে পর আরও বাড়তে লকডাউনের মেয়াদ, এমনটাই জানা যাচ্ছে পিএমও সূত্রে। সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই লকডাউন নিয়ে রাজ্যগুলির মতামত গুরুত্ব সহকারে শোনেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকের পরেই পিএমও এর তরফে বিবৃতিতে জানানো হয়, ১৭ই মে এর পর চতুর্থ দফার লকডাউন নিয়ে ভাবনাচিন্তা করছেন প্রধানমন্ত্রী।

গতকাল প্রায় ৬ ঘন্টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে রাজ্য গুলির সব দাবি মন দিয়ে শোনেন তিনি। সেখানেই লকডাউন এবং অর্থনীতির বিষয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের বক্তব্য তুলে ধরেন। অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই দাবি ছিল এখনই লকডাউন না তোলার। মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীকে বলেন, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী কবে লকডাউন তোলা যাবে তা ঠিক করুক রাজ্যগুলিই। করোনা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাক রাজ্যের হাতেই, এমন আবেদনও করেন অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১২ই মে অর্থাৎ আজ থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এইমুহূর্তে যাত্রীবাহী ট্রেন এবং বিমান পরিষেবা চালু না করার আবেদন করেছেন প্রধানমন্ত্রীর কাছে। ৩১শে মে পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন এবং বিমান পরিষেবা বন্ধ রাখার আবেদন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী। দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ায় অনেক দেশই এই অবস্থার মধ্যেও লকডাউন তুলে নিয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল সম্প্রতি ঘোষণা করেছিলেন, “ভাইরাস নিয়েই আমাদের বাঁচা শিখতে হবে।” তার এই বক্তব্যের মধ্যে অনেকেই লকডাউন তুলে নেওয়ার ইঙ্গিত পেয়েছিলেন। তবে পিএমও এর কথায় ১৭ই মে এর পর আবার লকডাউন বাড়বে বলেই মনে করা হচ্ছে।

About Author