Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউন ৩.০ : কোন কোন ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা? দেখুন একনজরে

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া নির্দেশিকা অনুযায়ী ফের দেশব্যাপী লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের একটি নতুন গাইডলাইন তৈরী করা হয়েছে। তবে দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে যেখানে গ্রিন জোন রয়েছে,…

Avatar

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া নির্দেশিকা অনুযায়ী ফের দেশব্যাপী লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের একটি নতুন গাইডলাইন তৈরী করা হয়েছে। তবে দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে যেখানে গ্রিন জোন রয়েছে, সেখানে কিছুটা শিথিল করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী রেড জোনগুলিতে অত্যাবশ্যকীয় কাজ ছাড়া অন্য কিছুতে অনুমতি দেওয়া হবে না।

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী যেখানে একটিও করোনা আক্রান্তের হদিশ মেলেনি গত ২১ দিন ধরে সেই এলাকাগুলিকে গ্রিন জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। আর যেখানে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, তার সাথেই বাড়ছে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হবার হার সেই এলাকাগুলিকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর যে জেলাগুলি রেড এবং গ্রিন কোনো জোনের মধ্যেই পড়ছে না, সেই এলাকাগুলিকে অরেঞ্জ জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী যে যে ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলি হল-

১) দেশের সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

২) রেল, বিমান, বা সড়কপথে কোনোরকম যাতায়াত নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে রেল, বিমান ও সড়কপথে ছাড় মিলতে পারে।

৩) হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখা হবে।

৪) সমস্ত ধরণের জমায়েত যথা সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

৫) সিনেমা হল, জিম, থিয়েটার, সুইমিং পুল সব বন্ধ থাকবে।

৬) কোনোরকম ধর্মীয় জমায়েত করা যাবে না।

About Author