কলকাতা : আনলক-৩ এর মেয়াদ শেষ হয়ে আনলক-৪ শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। তবে আনলক ফোরে থাকতে চলেছে বিশেষ কিছু চমক। এখনও পর্যন্ত জানা গিয়েছে আনলক ফোর পর্বে লোকাল ট্রেন চালানো হতে পারে। চালানো হতে পারে মেট্রো রেলও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে পরীক্ষামূলকভাবে। নিয়মিত লোকাল ট্রেন বা মেট্রো চালু করার কথা এখনো বিবেচনা করা হয়নি বলেই জানা গিয়েছে। প্রাথমিক ভাবে কিছু সময় অন্তর কয়েকটি ট্রেন হয়ত চলবে। যদিও সেইসব ট্রেন কখন ছাড়বে বা কতদূর পর্যন্ত যাবে সেসব নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে বিশেষ সূত্রে জানানো হয়েছে।
তবে লোকাল ট্রেন বা মেট্রো সবক্ষেত্রেই রাজ্যের সিদ্ধান্তই চূড়ান্ত। রাজ্যসরকার পূর্ণ সম্মতি না দিলে এ ব্যপারে ভারতীয় রেল কোনো জোড়াজুড়ি করবে না বলেই জানা গিয়েছে।