মার্চ মাস থেকে বাংলায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ আছে। এরপর গত সোমবার থেকে রেল রাজ্যের দফায় দফায় বৈঠকের পর অবশেষে ঠিক হয়েছে আগামী বুধবার অর্থাৎ ১১ ই নভেম্বর থেকে রাজ্যজুড়ে রেল পরিষেবা চালু হয়ে যাবে। তবে এখনই পুরোদমে চলবে না ট্রেন। আপাতত এখন অফিস টাইমে ১৮১ জোড়া লোকাল ট্রেন চালাবে রেল। তবে এখন সব স্টেশনে দাঁড়াবে না সমস্ত ট্রেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগতকাল রেল রাজ্য বৈঠকে লোকাল ট্রেন চালানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সূত্রের খবর প্রতিদিন ১৮১ জোড়া অর্থাৎ ৩৬২টি লোকাল ট্রেন চালাবে রেল। এর মধ্যে বেশির ভাগ ট্রেন চলবে হাওড়া শিয়ালদহ ডিভিশনে। আপাতত কম ট্রেন চালানো হবে দক্ষিণ-পূর্ব রেলে। তবে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলেই রাজ্য জানিয়েছে।
বর্তমানে হাওড়া ডিভিশনে ১০১ কি লোকাল ট্রেন চলবে। বালি থেকে বান্ডেল অব্দি চলবে ট্রেন। অন্যদিকে শিয়ালদহ ডিভিশনে ১১৪ জোড়া অর্থাৎ ২২৮ টি ট্রেন চলবে। এছাড়াও খড়্গপুর ডিভিশনে ১৭ জোড়া লোকাল ট্রেন চলবে। প্রথমে রেলের পক্ষ থেকে ১০-১৫% ট্রেন চালানোর কথা বলা হলেও, অত কম ট্রেনে ভিড় হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে রাজ্য সরকার বেশি ট্রেন চালানোর কথা বলেছে।
প্রসঙ্গত, সম্প্রতি রেলের স্টাফ স্পেশাল ট্রেন নিয়ে বিভিন্ন স্টেশনে অশান্তির খবর শোনা যাচ্ছিল। হাওড়া, শেওড়াফুলি, বৈদ্যবাটি ইত্যাদি স্টেশনে সাধারণ যাত্রী স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে আরপিএফদের সাথে হাতাহাতিও হয়েছে। পরিস্থিতি সামলাতে পারছিল না রেল পুলিশ। তারপর রাজ্য ও রেলের লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত সাধারণ জনগণকে অনেকটাই স্বস্তি দিয়েছে।