Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Local Train Cancelled: দত্তপুকুর স্টেশনে হবে লাইন রক্ষণাবেক্ষণের কাজ, দমদম-বনগাঁ শাখায় ৩ দিন বাতিল বহু লোকাল

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের…

Avatar

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। দত্তপুকুর রেলস্টেশনে রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য দমদম জংশন-বনগাঁ শাখায় ১৩ ঘণ্টা বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। এমনটাই নোটিশ জারি করেছে রেলওয়ে কতৃপক্ষ।

শুক্র ও শনিবার (২০ ও ২১ জানুয়ারি) রাত ১২টা ৫ মিনিট থেকে সকাল ৬টা ৫ মিনিট পর্যন্ত এবং রবি ও সোমবার (২২ ও ২৩ জানুয়ারি) রাত ১২টা ৫ মিনিট থেকে সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। আজ অর্থাৎ শুক্রবার বাতিল থাকবে আপ ৩৩৮৬৩ শিয়ালদল-বনগাঁ লোকাল এবং ৩৩৮৫৮ শিয়ালদহ-বনগাঁ লোকাল। শনিবার বাতিল থাকবে ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮৬৩ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল, ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮১২ এবং ৩৩৮৫৮ ডাউন শিয়ালদহ-হাবড়া লোকাল। রবিবার এবং সোমবারও এই ট্রেনগুলি বাতিল থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও দত্তপুকুরে এই কাজ চলার জন্য ২১, ২২ এবং ২৩ জানুয়ারি ৩৩৬১২ দত্তপুকুর-শিয়ালদহ লোকাল দত্তপুকুরের বদলে বামনগাছি স্টেশন থেকে ছাড়বে। প্রসঙ্গত উল্লেখ্য, এমনিতেই কুয়াশার কারণে বছরের শুরু থেকে নিত্যদিন অনেক লোকাল ট্রেন বাতিল হচ্ছে। তারমধ্যে কাজের জন্য এই এত ট্রেন বাতিল হওয়াতে সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হবেন, তা বলার অপেক্ষা রাখে না।

About Author