Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Local Train Cancelled: হাওড়া বর্ধমান শাখায় দীর্ঘদিন বাতিল লোকাল ট্রেন, চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের…

Avatar

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। পূর্ব রেলের হাওড়া-বর্ধমান শাখায় চন্দনপুর, কামারকুন্ডু এবং বারুইপাড়া স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলার জন্য বাতিল থাকবে একাধিক ট্রেন। শুক্রবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

হাওড়া স্টেশন থেকে ছাড়া ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬০৮১, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০৮৭, ৩৬০১১, এবং ৩৬০৭১ ডাউন লোকাল ৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। মশাগ্রাম থেকে ছাড়া ৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬ এবং ৩৬০৮৮ ডাউন লোকাল ৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর অবধি বাতিল করা হয়েছে। ৩ থেকে ১৪ ডিসেম্বর অবধি বাতিল থাকছে ৩২৪১১, ৩২৪১৩ শিয়ালদহ-বর্ধমান লোকাল। এই কয়েকদিনের জন্য বাতিল থাকবে ৩৬৮৪০ এবং ৩৬৮৪৪ বর্ধমান লোকালও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৩ ডিসেম্বর থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮ ডাউন চন্দনপুর লোকাল। ওই সময়ের জন্য বাতিল থাকবে ৩৬০৭২ গুড়াপ লোকালও। ৩ ডিসেম্বর থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ হাওড়া-বর্ধমান লোকাল।

About Author