কিছুদিন আগে আরব দে চৌধুরী ও অভিষেক সাহা নির্মিত ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’-এর গান ‘টুম্পা সোনা, দু’টো হাম্পি দে না’ জনপ্রিয় হয়েছিল। কিন্তু আরজে সায়নের তৈরী করা ‘টুম্পা’ মিউজিক ভিডিওটি লঞ্চ হওয়ার পর থেকেই গানটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমানে সমস্ত জায়গায় বাজছে ‘টুম্পা’। আপাতত ‘টুম্পা’ হয়ে গেছে পশ্চিমবঙ্গের সিগনেচার টিউন।
‘টুম্পা সোনা’ গেয়ে উঠল খুদে গায়ক, গানের শেষে ছুঁড়ে দিল ফ্লাইং কিস, তুমুল ভাইরাল
‘টুম্পা সোনা’ গানটির জনপ্রিয়তা বর্তমানে ক্রমশ বেড়েই চলেছে। এই মুহূর্তে সমগ্র পশ্চিমবঙ্গ ‘টুম্পা’ জ্বরে আক্রান্ত। কিছুদিন আগেই সেলুনে চুল কাটতে গিয়ে ‘টুম্পা’ নেচে ভাইরাল হয়েছিল একরত্তি খুদে। এবার ‘টুম্পা’ গেয়ে…

আরও পড়ুন