টলিউডবলিউডবিনোদন

Krishiv: ছোট ছোট পায়ে পথ চলা শুরু খুদে কৃশিবের! রইলো ভিডিও

Advertisement
Advertisement

ইউভান আর কৃশিব! দুজনেই প্রায় সমসাময়িক আর স্টারকিড। তবে কৃশিব ইউভানের মতো ইন্টারনেট সেনসেশন নয়। তবুও অভিনেত্রী পূজার ছেলে কৃশিবকে ঘিরে দর্শকের মধ্যে একটি আলাদাই ভালোবাসা রয়েছে। এই একরত্তির মিষ্টি মধুর হাসি আর দুষ্টু মিষ্টি লুকের মধ্যে রয়েছে সকলের মন ভালো করার ওষুধ। আর মা বাবার সঙ্গে নানান দুষ্টুমিতে আছে মানুষকে কাছে টানার এক উপায়। কৃশিবের চাহনিতে আছে এক আলাদা টান যা থেকে এই স্টারকিডের প্রতি এক আলাদা ফ্যান বেস গড়ে উঠেছে। আর ছেলেকে কাছে পেয়ে তারকা বাবা মাও সব ভুলে থাকে।

Advertisement
Advertisement

Advertisement

জনপ্রিয় টলি অভিনেত্রী পূজা ও বলি অভিনেতা কুনাল বর্মার একমাত্র আদুরে পুত্রসন্তান কৃশিব। গত বছর করোনার মাঝে অক্টোবর মাসে মুম্বাইতে জন্ম হয়েছে এই খুদের। তারপর ছেলে একটু বড় হওয়ার পরেই বসোশ্যাল মিডিয়ায় বাবা মায়ের দৌলতেই দেখা মিলেছে ছোট্ট কৃশিবের। কুনাল আর পূজার সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যায় একরত্তির নানা সুন্দর মুহুর্ত। দিন কয়েক আগেই একরত্তির অন্নপ্রাশনের মুহূর্ত ধরা পড়ে তো কখনো মায়ের সাথে শিব পুজোতে ব্যস্ত।

Advertisement
Advertisement

ছেলে যে কত দুষ্টু তা অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নানান ভিডিও করে জানিয়েছেন। এমনকি ছেলেকে খাওয়াতে অনেক হ্যাপা আছে অভিনেত্রীর। বাবা না নাচ দেখালে ছেলে খাবার খাননা। এবার আর বসে বসে দুষ্টুমি নয় এবার হেটে হেটে দুষ্টুমি করবে। হ্যাঁ, খুদে কৃশিব আর সেই ছোট্টটি নেই, সে এখন অনেকটাই বড় হয়েছে। কিছুদিনের মধ্যেই এক এ পা দেবে। একটু বড় হতেই এবার গুটি গুটি পায়ে সে হেঁটে বেড়াচ্ছে। ঘরের একদিক থেকে অন্যদিক। আর নিজের ছেলের প্রথম হাঁটতে শেখার মুহূর্তকে লেন্সবন্দী করলেন পূজা। শুধু তাই নয়, ছেলের প্রথম এই হাঁটার আনন্দ নিজের অনুরাগীর সঙ্গেও শেয়ার করলেন। মঙ্গলবার দুপুরে ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করেন এই নায়িকা। সেখানেই দেখা যাচ্ছে কৃশিবের এই হাঁটার সুন্দর মুহূর্তটি। কৃশিবের অনুরাগীরাও ভালোবাসা জানালেন।

উল্লেখ্য, প্রথম ছেলের মা বাবা হয়েছেন কুনাল ও পূজা। শ্রী কৃষ্ণ ও মহাদেবের নাম মিলিয়ে এই দম্পতি নিজের প্রথম ছেলের নাম রেখেছেন কৃশিব। ছেলের জন্মের পর সুখবর প্রথম অনুরাগীদের সাথে ভাগ করেন কুনাল। হাসপাতাল থেকেই নিজেদের ইন্সটাগ্রামে পূজা ও কুনাল ছেলের নানান মুহূর্ত শেয়ার করলেও ইমোজি দিয়ে প্রথমে মুখ ঢেকে রাখতেন। তবে ছেলে একটু বড় হতেই ছোট কৃশিবের মুখ দেখান তিনি। এখন কৃশিবের নানান ছোট বড় মুহূর্তই অনুরাগীদের সাথে ভাগ করে নেন আর তা বেশ ভালোই ভাইরাল হয়।

Related Articles

Back to top button