Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাদ্রীর সঙ্গে ‘হাই-ফাইভ’ এক খুদের, ভিডিওয় মুগ্ধ নেটিজেনরা

এক পাদ্রী ও এক খুদের মজার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে। সাদা গাউন, সাদা মাস্ক পরা এক বাচ্চা মেয়ে গির্জায় গিয়ে ফাদারের সঙ্গে 'হাই ফাইভ' করে। ব্যপারটি হয়েছে…

Avatar

এক পাদ্রী ও এক খুদের মজার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে। সাদা গাউন, সাদা মাস্ক পরা এক বাচ্চা মেয়ে গির্জায় গিয়ে ফাদারের সঙ্গে ‘হাই ফাইভ’ করে। ব্যপারটি হয়েছে কি, যেই না ফাদার আশীর্বাদের জন্য হাত তুলেছেন, ওমনি বাচ্চাটি মজার ছলে ফাদারের হাতে ‘হাই ফাইভ’ দিয়ে দেয়। এদিকে মেয়ের কীর্তি দেখে মা ততক্ষণে লজ্জায় অস্থির। গির্জার গাম্ভীর্য ফাদারের মুখ থেকে এক লহমায় ভ্যানিস হয়ে যায়। মুখ চেপে হালকা করে ফাদারও হেসে ফেলেন। এই মজার ভিডিওটি সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করেন আমেরিকার জনপ্রিয় প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ‌্যাপম‌্যান (Rex Chapman)। গির্জার নাম তিনি উল্লেখ করেননি তিনি, তবে ভিডিওর ক‌্যাপশনে তিনি লিখেছেন, “ফাদার আশীর্বাদ করার জন‌্য হাত বাড়াতেই মেয়েটি নিষ্পাপভাবে তাঁর হাতে হাই-ফাইভ করে দিয়েছে।” দেখুন সেই ভিডিও………………………………………

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাচ্চাদের মন এমনিতেই নিষ্পাপ হয়। ধর্মীয় রীতিনীতি সম্পর্কে তাঁদের কোন ধারণা থাকে না। বাচ্চারা একমাত্র খেলাধুলো ও আনন্দ বোঝে, এর বাইরে সমস্ত জগত তাঁর কাছে অপরিচিত এবং আশ্চর্যের। তাই যেইমাত্র পাদ্রী আশীর্বাদের জন্য হাত তুলেছেন ওমনি বাচ্চাটি মজার ছলে ‘হাই ফাইভ’ করে। এই ব্যপারটি সাধারণত আমরা বন্ধুদের সঙ্গে মজার ছলে করি। বাচ্ছাটিও মজাই করে পাদ্রীর সঙ্গে। এদিকে পাদ্রীও এই বাচ্চাকে দেখে সিরিয়াসনেসের মাঝে একটু হেসে নেন। ভিডিওটি সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সেটি ২২ লাখেরও বেশি দর্শক দেখেছেন। লাইক পড়েছে ২৮,৯০০। রি-টু‌ইট হয়েছে ৬,৩০০ বার।

About Author