ভাইরাল & ভিডিওবিনোদন

তৌবা তৌবা গানে দারুন নাচ করলো এই ছোট্ট নৃত্যশিল্পী, ‘ভিকি কৌশলের থেকেও ভালো’ – বললেন দর্শকরা

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন দারুন জনপ্রিয় হয়ে উঠেছে

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ার এই যুগে শুধু প্রাপ্তবয়স্করাই নয়, শিশুরাও এই প্ল্যাটফর্মে তাদের প্রতিভা দেখাচ্ছে। নাচ হোক বা ভিডিও রিল, শিশুরা এগুলো তৈরিতে কারো থেকে কম নয়। বলা হয় যে, প্রতিভার কোনো বয়স নেই এবং আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখার পর আপনিও একই রকম কিছু বলবেন। ভিডিওতে দেখা ছোট্ট মেয়েটিকে তার বয়সের চেয়ে অনেক গুণ ভালো নাচতে দেখা যাচ্ছে। নাচের পাশাপাশি মেয়েটির অভিব্যক্তিও দেখার মতো। লোকেরা এই ভিডিওটিকে এতটাই পছন্দ করছে যে তারা মেয়েটির প্রশংসা করতে ক্লান্ত হচ্ছে না। ট্রেন্ডিং গান তৌবা-তৌবাতে এই ছোট্ট মেয়েটির ভিডিওটি দেখে আপনিও রীতিমতো আপ্লুত হবেন।

Advertisement
Advertisement

আশ্চর্যজনক নাচ করলো এই মেয়েটি

সামাইরা মাগার অফিসিয়াল নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিওটিতে একটি ছোট মেয়েকে ‘তৌবা তৌবা’ গানে নাচতে দেখা যায়। এই ট্রেন্ডিং গানটিতে ছোট্ট মেয়েটির নাচের ভিডিওটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা প্রচুর পছন্দ করছেন। ব্যবহারকারীরা মেয়েটির নাচের মুভের পাশাপাশি এক্সপ্রেশন দেখেও বেশ অবাক। এত কম বয়সে এত প্রতিভা দেখে ব্যবহারকারীরা মেয়েটির ওপর অনেক ভালোবাসা বর্ষণ করছেন। মেয়েটির এই আশ্চর্যজনক নাচের ভিডিওটি ইনস্টাগ্রামে জনপ্রিয়। ব্যবহারকারীরা ভিডিওটিতে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও দিচ্ছেন।

Advertisement

ভিউ আর লাইকের বৃষ্টি

একটি ছোট্ট মেয়ের এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বেশ ভাইরাল হচ্ছে। ব্যবহারকারীরা ভিডিওতে ভিউ এবং লাইক বর্ষণ করছেন। এই ভিডিওটি এখন পর্যন্ত ইনস্টাগ্রামে ১০ কোটির বেশি বার দেখা হয়েছে। ৪.৬ লক্ষেরও বেশি ব্যবহারকারী ভিডিওটি লাইক করেছেন এবং ৯৬ হাজার মানুষ অন্যান্য ব্যবহারকারীর সাথে শেয়ার করেছেন। ব্যবহারকারীরাও এই নাচের ভিডিওতে তাদের নিজ নিজ প্রতিক্রিয়া জানাচ্ছেন। মেয়েটির প্রশংসা করে একজন ব্যবহারকারী লিখেছেন, “এত ছোট হওয়া সত্ত্বেও সে এত কঠিন কোরিওগ্রাফি শিখেছে। এতো আশ্চর্যজনক বিষয়।” ভিডিওটিতে মন্তব্য করে অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “ভিকি কৌশলের সবথেকে বড় কম্পিটিটর এই মেয়েটিই।” দেখে নিন এই ভিডিওটি

Advertisement
Advertisement

Related Articles

Back to top button