Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাকিস্তানে বাজল বাংলা গান ‘কাচা বাদাম’, বীরভূমের ভুবনের গানে জমিয়ে নাচলো এক পাক-বালক (Viral Video)

ভুবন বাদ্যকর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গোটা বিশ্বের কাছে পরিচিত হয়েছিলেন তিনি। 'কাঁচা বাদাম' গান গেয়েই সকলের মন জয় করে নিয়েছিলেন বীরভূমের এই বাদামকাকু। একটা…

Avatar

ভুবন বাদ্যকর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গোটা বিশ্বের কাছে পরিচিত হয়েছিলেন তিনি। ‘কাঁচা বাদাম’ গান গেয়েই সকলের মন জয় করে নিয়েছিলেন বীরভূমের এই বাদামকাকু। একটা সময় গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন তিনি। আর কাঁচা বাদাম বিক্রি করে যা উপার্জন হত সেই দিয়েই চলত তার সংসার। তবে তার গান তাকে যে জনপ্রিয়তা এনে দিয়েছিল, তা আজ হারিয়েছেন তিনি। নষ্ট হয়েছে সুনামও। কমেছে উপার্জন।

ধীরে ধীরে মানুষের মন থেকে বীরভূমের ভুবন বাদ্যকর হারিয়ে গেলেও তার সেই ‘কাঁচা বাদাম’ গান আজও একাংশের মধ্যে বেশ জনপ্রিয়। আর সেই গানের তালে ভিডিও’ও বানাতে দেখা যায় তাদের। সম্প্রতি এই গানের তালেই একটি বিয়ের অনুষ্ঠানে জমিয়ে নাচতে দেখা গিয়েছে এক ক্ষুদে পাক-বালককে। সম্প্রতি ‘আর ওয়ার্ড ফটোগ্রাফি’ থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়েছে ঝলকটি। রইল ভিডিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে এক ক্ষুদে পাক-বালককে বীরভূমের বাদামকাকুর গানের তালেই দক্ষতার সাথে নাচতে দেখা গিয়েছে। কালো চকমকে কুর্তা-পাজামায় ছিল বালকটি। মিষ্টি হাসি সাথে নিয়েই একেবারে হুবহু স্টেপ বাই স্টেপ নেচেছে সে। এই মুহূর্তে নেটজনতার একাংশ যে এই ভিডিওটি বেশ পছন্দ করেছেন তা তাদের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশন অনুযায়ী, মিশাল ও সাইফের ওয়েডিং নাইটের ঝলক এটি। আপাতত, সব হারিয়ে আবারো সর্বস্বান্ত হওয়া ভুবনবাবু নিজের ‘কাঁচা বাদাম’এর সূত্র ধরেই মিডিয়ার পাতায় একাংশের মাঝে চর্চিত।

About Author