নিউজদেশ

খরচ কমবে বীমায়, বাড়বে টোল ট্যাক্স, গ্যাসের দাম! সেপ্টেম্বরে যা সব বদলে যাবে দেখে নিন একনজরে

সেপ্টেম্বর মাসের শুরু থেকেই একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে দেশে

Advertisement
Advertisement

আর মাত্র একদিন। দিন গড়ালেই শুরু হবে নতুন মাস। এই ১ লা সেপ্টেম্বর থেকে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হতে চলেছে দেশে। তিনদিন পর থেকে নতুন মাস শুরু হওয়ার পর পরই এই সমস্ত নতুন নিয়ম প্রযোজ্য হবে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে এক্সপ্রেসওয়ে টোল বা সম্পত্তির দামের হিসাবে বদলে যাবে। সাথে সাথে বদলাবে আরও অন্যান্য জিনিসও। যেমন ১ লা সেপ্টেম্বর এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হবে। এবার তাতে দাম বাড়তেও পারে বা কমতেও পারে। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি ওজনের ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১০৭২ টাকা এবং ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০৯৫ টাকা ৫০ পয়সা।

Advertisement
Advertisement

অন্যদিকে গত কয়েক মাস ধরে প্রত্যেকটি ব্যাংক তাদের গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার বার্তা দিচ্ছে। আগামী ১ লা সেপ্টেম্বর থেকে সেই সমস্ত গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকবে যারা কেওয়াইসি সম্পন্ন করেছেন। বাকিদের ব্যাংক একাউন্ট বন্ধ করে দেয়া হবে এবং তারা আর লেনদেন করতে পারবেন না। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে জানিয়ে দেয়া হয়েছে কেওয়াইসি আপডেট করার শেষ সময় ৩১ আগস্ট। কেওয়াইসি আপডেট না করা থাকলে ১ লা সেপ্টেম্বর থেকে সমস্যায় পড়তে পারেন পিএনবি গ্রাহকরা। এছাড়াও কৃষকদের জন্য ই-কেওয়াইসি করার সময়সীমা সেই ৩১ আগস্ট। কৃষকদের ই-কেওয়াইসি করা না থাকলে তারা প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নীতির যোজনা বাবদ দ্বাদশ কিস্তির ২০০০ টাকা পাবেন না।

Advertisement

অন্যদিকে ১ লা সেপ্টেম্বর থেকে দিল্লি যেতে যমুনা এক্সপ্রেসওয়েতে আপনাকে আরও বেশি পরিমাণ টোল ট্যাক্স দিতে হবে। ছোট যানবাহনে প্রতি কিলোমিটার ১০ পয়সা বেশি টোল ট্যাক্স দিতে হবে এবং ট্রাকের মতো বড় বাণিজ্যিক বাহনে প্রতি কিলোমিটারে অতিরিক্ত ৫২ পয়সা টোল দিতে হবে। এছাড়া, সেপ্টেম্বর মাসের শুরু থেকে সাধারণ বিমার নিয়ম পরিবর্তন হচ্ছে। বীমা এজেন্ট ৩০ থেকে ৩৫ শতাংশ কমিশনের পরিবর্তে ২০ শতাংশ কমিশন পাবেন এবার থেকে। তাই জনগণের প্রিমিয়াম কমবে এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button