Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী বছর বাড়তি ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, ছুটির তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার

দুর্গা পুজোর রেশ এখনো পর্যন্ত কাটেনি আর তার মধ্যেই আগামী বছরের ছুটির তালিকা ঘোষণা করে দিল নবান্ন কর্তৃপক্ষ। ২০২৩ সালে রাজ্য সরকারের কর্মীরা কত দিন ছুটি পাবেন সেই নিয়ে একটি…

Avatar

দুর্গা পুজোর রেশ এখনো পর্যন্ত কাটেনি আর তার মধ্যেই আগামী বছরের ছুটির তালিকা ঘোষণা করে দিল নবান্ন কর্তৃপক্ষ। ২০২৩ সালে রাজ্য সরকারের কর্মীরা কত দিন ছুটি পাবেন সেই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল নবান্ন। তালিকা মেনে বেশ কিছু বাড়তি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। পুজো এবং ভাইফোঁটাতে রয়েছে বাড়তি ছুটি। তার পাশাপাশি সরস্বতী পুজোর আগের দিনও থাকছে ছুটি।

এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ন্যাশনাল ইন্সট্রুমেন্ট আইনের ২৫ নম্বর ধারা মেনে পরের বছরের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত দপ্তরে এই তালিকা মেনে ছুটি দেওয়া হবে। একমাত্র কলকাতায় কালেক্টারের দপ্তর এবং রেজিস্টারের দপ্তরে এই তালিকা মেনে ছুটি দেওয়া হবে না।জানুয়ারি মাসের ১২ তারিখ বিবেকানন্দের জন্মদিন, ২৩ তারিখ নেতাজি জন্মজয়ন্তী, ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকবে সরকারি দফর। পরের বছর সরস্বতী পুজো পড়েছে ২৬ জানুয়ারি। এর পর মার্চের ৭ তারিখ দোলযাত্রা উপলক্ষে ছুটি। এপ্রিলে ছুটি রয়েছে পাঁচ দিন। ৭ এপ্রিল গুড ফ্রাইডে, ১৪ এপ্রিল অম্বেডকর জয়ন্তী, ১৫ এপ্রিল নববর্ষ, ২২ এপ্রিল ইদ-উল-ফিতর

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মে মাসে তিন দিন ছুটি থাকবে রাজ্য সরকারি দফতরে। ১, ৫ এবং ৯ তারিখ রয়েছে যথাক্রমে মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শ্রমিক দিবস। জুন, জুলাই, অগস্টে এক দিন করে ছুটি। ২৯ জুন বকরি ইদ, ২৯ জুলাই মহরমের ছুটি। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। ১৪ অক্টোবর মহালয়ার ছুটি। দুর্গাপুজোর ছুটি থাকবে ২১, ২৩, ২৪ অক্টোবর। ২২ অক্টোবর, অষ্টমী রবিবার। ২৮ অক্টোবর লক্ষ্মীপুজোর ছুটি। ১৫ নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া, ২৭ নভেম্বর গুরু নানকের জন্মদিবস উপলক্ষে ছুটি। ২৫ ডিসেম্বর ক্রিসমাসের ছুটি

এর পাশাপাশি রাজ্য সরকারের নির্দেশে ২০২৩ সালে কিছু বাড়তি ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। ২০২৩ সালে সরস্বতী পুজোর আগের দিন ২৫ জানুয়ারি থাকবে ছুটি। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকবে। শিবরাত্রি, দোলের পরের দিন, ঈদের আগের দিন, রথযাত্রা, জন্মাষ্টমী, রাখি, ফতেয়া দোয়াজ দাহামে ছুটি থাকবে। কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ১৩ জুলাই দার্জিলিং এবং কালিম্পং জেলায় ছুটি থাকবে। দূর্গা পূজার ১৮ অক্টোবর চতুর্থী থেকে ছুটি থাকবে সরকারি দপ্তর। দশমীর পরে পুজো ছুটি শেষ হচ্ছে না। ২০২৩ সালে ২৫ ২৬ এবং ২৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত ছুটি থাকবে বিভিন্ন সরকারি দপ্তর। ১২ নভেম্বর কালীপুজো। সেদিন রবিবার পড়ার কারণে অতিরিক্ত ছুটি থাকছে ১৩ এবং ১৪ নভেম্বর। ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ছুটি রয়েছে। ভাইফোঁটার পরের দিন ১৬ নভেম্বর থাকছে ছুটি। ছট পুজো ১৯ নভেম্বর। সেদিন রবিবার হওয়ার কারণে পরের দিন ২০ নভেম্বর ছুটি থাকবে। এছাড়াও আরো কিছু ছুটি রয়েছে যা সকল রাজ্য সরকারি কর্মচারী পাবেন না। ৮ এপ্রিল ইস্টার স্যাটারডে ছুটি পাবেন ক্রিস্টানরা। ৩০ জন হুল দিবসের ছুটি পাবেন আদিবাসীরা।

About Author