Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Lily Chakraborty: হাঁটুর বয়সিদের টেক্কা দিয়ে ‘আইটেম’ গানে নাচলেন লিলি চক্রবর্তী! হাঁ পুরো নেটনাগরিক

এক বা দুই নয় এক্কেবারে দশ গোল দিলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী৷ এখনো তিনি হাঁটুর বয়সীদেরও হারিয়ে দিতে পারেনম তাঁর নামে গান ‘লিলি ডোন্ট বি সিলি’-র মিউজিক ভিডিয়োয় নেচে পুজোর…

Avatar

By

এক বা দুই নয় এক্কেবারে দশ গোল দিলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী৷ এখনো তিনি হাঁটুর বয়সীদেরও হারিয়ে দিতে পারেনম তাঁর নামে গান ‘লিলি ডোন্ট বি সিলি’-র মিউজিক ভিডিয়োয় নেচে পুজোর আগেই আসর মাতিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। বয়স ছুঁয়েছে আশির কোটায়। তবু লিলি দেবীর অভিনয়ে এখনও বুঁদ থাকে তামাম বাংলা সিনেপ্রেমী দর্শক। তবে এবার আর তিনি নিজেকে অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই মিউজিক ভিডিয়োয়ে লিলির নাচ দেখে চক্ষু চড়কগাছে নেটনাগরিকদের।

‘লিলি ডোন্ট বি সিলি’ আইটেম গানে বর্ষীয়ান অভিনেত্রী রি বয়সে যে ভাবে আসর মাতিয়ে দিয়েছেন তা নিয়ে দর্শকদের মধ্যে নেই বিন্দুমাত্র দ্বিধা। তাই তো ভিডিও দর্শকদের খুব পছন্দ হয়েছে। ইতিমধ্যেই সংখ্যা পেরিয়ে গেছে ১ লক্ষ! এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লিলি চক্রবর্তী জানিয়েছেন, যে এই পুরো ঘটনাটি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই সম্ভব হয়েছে। জয়জিৎ তো বটেই, এই মিউজিক ভিডিয়োতে দেখা গেছে সুরকার-শিল্পী সমিধ মুখোপাধ্যায় আর প্রযোজক এনা সাহাকেও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মিউজিক ভিডিও দিয়ে টলিপাড়ায় ডেবিউ করলেন এনার ছোট বোন সাক্ষী সাহা। সাক্ষীর বিপরীতে দেখা গিয়েছে নবাগত ঋদ্ধিশ চৌধুরীকে। ঋদ্ধিশ চৌধুরি অবশ্য এখন সান বাংলায় ‘কন্যাদান’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। লিলি আরও জানিয়েছেন, এই গানের ভিডিয়োতে এক্কেবারে শেষ দিকে দেখা যায় তাঁকে। এই আইটেম নম্বরে প্রথমে নাচার প্রস্তাব পেয়েই প্রথমে যে বেশ একটু চিন্তায় পড়েছিলেন দেওয়া নেওয়া সিনেমার এভারগ্রীন নায়িকা তা তিনি স্বীকার করেইছেন। এমনকি এই গানের সেটে গিয়েও প্রথমে একটু ঘাবড়ে গেছিলেন। লিলির কথায়, ‘তবে শেষপর্যন্ত নিজের মতো করে গানের তালে তালে একটু কাঁধ নাচিয়ে নিয়েছেন।

তিনি আরো জানান, এই ভিডিয়োতে তাঁকে কীভাবে কী করতে হবে, সে বিষয়ে কেউ নির্দেশ দেননি’। তবে মিউজিক ভিডিয়োর পরিচালক-প্রযোজক তো আছে পাশা দর্শক, সবাই যে লিলি চক্রবর্তীর এই পারফরমেন্স দেখে অনেক ভালোবাসাও জানিয়েছেন। তার প্রমাণ রোজ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা ভিডিওর দর্শক সংখ্যা। এই ভিডিয়োর কাজ প্রসঙ্গে অভিনেতা জয়জিৎ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ভিডিওটির মূল আকর্ষণ হয়ে লিলি চক্রবর্তী। তাই তো তিনি অনুরোধ জানিয়েছিলেন লিলি দেবীর কাছে এই কাজটি করার। তাছাড়া তিনি দাবি করেন, ‘যেখানে লিলির নামে গান আর সেখানে লিলি ছাড়া হয় না কি?’ এরপর জানা যায় এই ভিডিয়োতে অভিনেত্রী লিলি চক্রবর্তী বিনা পারিশ্রমিকেই কাজ করেছেন।

About Author