টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবারও থাবা বসালো করোনা। এবার আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী (lili Chakraborty)। গত 16 ই জানুয়ারি সকালে 79 বছর বয়সী অভিনেত্রী লিলি চক্রবর্তীর জ্বর আসে। লিলির পরিবারের সদস্যরা তাঁকে পরামর্শ দেন কোভিড টেস্ট করাতে। অভিনেত্রীর কোভিড টেস্ট হলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। তাঁর অনুরাগীরা এই খবরে উদ্বিগ্ন হলে লিলি জানান তিনি চিকিৎসকের নির্দেশ মেনে সমস্ত ওষুধ খাচ্ছেন। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। তাঁর চিকিৎসক তাঁকে ঘরে থেকেই চিকিৎসা করতে বলেছেন কারণ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরী হয়নি।
তবে লিলির পরিবারের সদস্যরা এবং চিকিৎসক হাসপাতালে প্রাথমিক ভাবে কথা বলে রেখেছিলেন। যাতে বর্ষীয়ান অভিনেত্রী অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা যায়। 20 ই জানুয়ারি লিলি হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমতে শুরু করে। দ্রুত তাঁকে সল্টলেকের হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে লিলির শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক থাকলেও তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার, 22 শে জানুয়ারি তাঁর কয়েকটি পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now1958 সালে জনপ্রিয় বাংলা কমেডি ফিল্ম ‘ভানু পেল লটারি’-তে অভিনয়ের মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছিলেন লিলি চক্রবর্তী। প্রথম ফিল্মেই তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘দেয়া-নেয়া’, ‘জন অরণ্য’, ‘কলঙ্কিনী কঙ্কাবতী’-র মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্ত করে নেন লিলি। বেশ কয়েকটি হিন্দি ফিল্মেও লিলি অভিনয় করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘চুপকে চুপকে’ এবং ‘এক দিন অচানক’। এই দুটি ফিল্মে তাঁর অভিনয়ের স্বকীয়তা দর্শকদের নজর কেড়ে নিয়েছিল। সত্তরোর্ধ্ব হয়েও থেমে থাকেননি লিলি। ‘রাজকাহিনী’, ‘পোস্ত’, ‘বিবাহ ডায়রিজ’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ ফিল্মে তিনি রেখেছিলেন তাঁর পোড়খাওয়া অভিনয়ের ছাপ। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়(soumitra chatterjee)-র সঙ্গে লিলি অভিনয় করেছিলেন ‘সাঁঝবাতি’ ফিল্মে। সৌমিত্রবাবুর অত্যন্ত প্রিয়পাত্রী ছিলেন তিনি। গত বছর মুক্তি পেয়েছে সৌকর্য ঘোষাল (soukarja ghoshal) পরিচালিত ফিল্ম ‘রক্তরহস্য’। এই ফিল্মে কোয়েল মল্লিক (koyel mullick)-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন লিলি চক্রবর্তী। টলিউড ইন্ডাস্ট্রি ও অনুরাগীরা লিলি চক্রবর্তীর আরোগ্য কামনা করে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন লিলি চক্রবর্তী।